দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ যে টাইম-ট্রাভেলের গল্প আমরা বইয়ের পাতায় আর সিনেমার পর্দায় দেখে এসেছি তাই কি এবার সত্যি হতে চলেছে! আমেরিকার একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এল চাঞ্চল্যকর তথ্য। তারা দেখিয়েছে যে আমাদের সৌরজগতেই এমন এক হাইওয়ে আছে যার ফলে দীর্ঘ মহাকাশ যাত্রা হয়ে যেতে পারে বেশ সংক্ষিপ্ত। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে সান দিয়েগোর একদল গবেষক দাবি করেছে যে এমন কিছু পথ তারা এই সৌরজগতে আবিষ্কার করেছেন যার ফলে মহাবিশ্বে এখন আগের থেকে অনেক কম সময়ে যাতায়াত করা যাবে। আর তা হবে কিছু ম্যানিফোল্ডের জন্য।
কি এই ম্যানিফোল্ড? বিজ্ঞানীদের মনে হয় যে আমাদের চলার রাস্তায় যেম্ন কিছু গলিপথ থাকে এই ম্যানিফোল্ড গুলো তেমনি। কিন্তু এটিকে ওয়র্মহোল বলতে নারাজ বিজ্ঞানীরা। তাদের দাবি এর ফলে ১৫০ কোটি কিলোমিটার মহাকাশ যাত্রার সময় যেখানে হিসেব করাই জটিল ছিল সেখানে এখন অনুমান করা যায় যে এই বিশাল পথ পাড়ি দিতে কোনো মহাকাশযানের মাত্র ১০০ বছর সময় লাগবে।
আরো পড়ুনঃ অন্য এক বিশ্ব থেকে ভেসে এলো রেডিও সংকেত, ভিনগ্রহে জীবের সম্ভাবনা নিয়ে আবার উত্তেজনা বিজ্ঞানীমহলে
গবেষকদের মতে এই গলিপথ তৈরির জন্য দায়ী বৃহস্পতি গ্রহ ও তার শক্তিশালী মাধ্যাকর্ষণ ক্ষমতা। বৃহস্পতিকে ঘিরে গ্রহাণুপুঞ্জের যে বিশাল বলয় আছে সেটিই নাকি এই ম্যানিফোল্ড তৈরি করেছে আর সেই রাস্তা যাকে বিজ্ঞানীরা ‘মহাকাশের হাইওয়ে’ বলছে তা নাকি আমাদের সৌরজগত পার করে বিস্তৃত। এই যে ম্যানিফোল্ডগুলিন তৈরি হয়ে আছে তাকে সহায়তা করছে এই সৌরজগতের বেশকিছু কক্ষপথ।
জেনে রাখা ভালো যে, গ্রহ-উপগ্রহের কক্ষপথ ছাড়া আরো অনেক রকমের কক্ষপথ আছে আমাদের এই সৌরজগতে। সেই কক্ষপথ থেকেই কিন্তু এই গলিপথ পরতে হবে আর তারপরেই মহাকাশযান মহাকাশের হাইওয়ে দিয়ে পারি জমাবে দূরবিশ্বে।
তবে এই ম্যানিফোল্ডগুলি পৃথিবীর কক্ষপথের সঙ্গে কিভাবে কাজ করবে তা নিয়ে স্বচ্ছতা পাওয়া যায়নি। এখনো গবেষণা ও তথ্যসংগ্রহ বাকি আছে বলে দাবি করেছেন তারা। তবে এর ফলে যে সৌরজগত পার করে অন্যবিশ্বে পৃথিবীর মনুষ্যহীন মহাকাশযান পাঠানো অনেক সহজ হয়ে যাবে তাই খুশী করেছে গবেষকদের।