25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    উল্টো দিকে বইছে সৌরজগতের সবথেকের বড় ঝড়! যার আকার আটলান্টিকের থেকেও বড়!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আমাদের সৌরজগতে প্রতিনিয়ত একটা না একটা ঝড় আছড়ে পড়ছে। কখনো সেটা সৌরঝড় কখনো বা দৈত্যাকার গ্রহগুলির বিশাল বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকা ঝড়। কিন্তু বহু প্রতীক্ষার পর নাসার বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের সবথেকে বড় ঝড়ের দিক বদলের সাক্ষী থাকল। নেপচুনের উপর একটি অন্ধকার ঝড় হঠাৎ দিক পরিবর্তন করে এবং প্রায় নিশ্চিত মৃত্যু থেকে দূরে সরে যেতে শুরু করে, আর তারই ছবি তুলে ফেলল নাসার টেলিস্কোপ।

    নেপচুল গ্রহ আর তার ‘গ্রেট ডার্ক স্পট’

    নাসার হাবল স্পেস টেলিস্কোপ ২০১৮ সালে প্রথম ভরটেক্স-টি নামের এই ঝড়টিকে আবিষ্কার করে। এক বছর পরে, ঝড়টি নেপচুনের বিষুবরেখার দিকে দক্ষিণদিকে সরতে শুরু করে, এর আগে বেশ কয়েকটি ঝড় এই একই পথ অনুসরণ করেছিল। কিন্তু এইবার ঝড় রহস্যজনকভাবে দক্ষিণ দিকে যাওয়া বন্ধ করে দেয় এবং একটি ইউ-টার্ন নিয়ে উত্তর দিকে ফিরে যায়। একই সময়ে, বিজ্ঞানীরা গ্রহে একটি দ্বিতীয় অপেক্ষাকৃত ছোট অন্ধকার দাগ দেখতে পান। তাদের মতে এটি ছোট ঝড় যাকে ‘কাজিন স্ট্রম’ বলা হয়, হয়ত এটি মূল ভরটেক্সের একটি টুকরা হতে পারে যা ভেঙ্গে পড়ে দূরে চলে গেছে।

    বার্কলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল.এইচ.ওয়ং নাসার এক বিবৃতিতে বলেন যে, “এটা এমন একটা প্রক্রিয়া যা কখনো আমরা এর আগে পর্যবেক্ষণ করিনি। আমরা আরও কিছু অন্ধকার দাগ দেখেছি কিন্তু তা ভালো করে দেখার আগেই মিলিয়ে গেছে, কিন্তু আমরা কখনো এভাবে বদিক বদল হতে দেখিনি, যদিও এটা কম্পিউটার সিমুলেশনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তবুও এটি একটি নতুন আবিষ্কার।”

    যদিও হাবল টেলিস্কোপ গত ৩০ বছর ধরে নেপচুনে একই ধরনের ঝড় ট্র্যাক করেছে কিন্তু এমন অপ্রত্যাশিত বায়ুমণ্ডলীয় আচরণ কখনো দেখেনি। বর্তমান এই ঝড়টি, যা নাকি ৪৬০০ মাইল (আটলান্টিক মহাসাগরের চেয়ে বড়) জুড়ে বিস্তৃত (৭৪০৩ কিলোমিটার) যা হাবল ১৯৯৩ সাল থেকে যে ঝড় ট্র্যাক করা শুরু করেছে তার মধ্যে চতুর্থ বৃহত্তম। সাধারণত, যখন ঝড় নেপচুনের বিষুবরেখার দিকে প্রবাহিত হয়, কোরিওলিস প্রভাব যা সাধারণত তাদের স্থিতিশীল রাখে দুর্বল হতে শুরু করে এবং ঝড় ভেঙ্গে যায়। তা সত্ত্বেও, অতীতের পর্যবেক্ষিত ঝড় এবং কম্পিউটার সিমুলেশনের মত যা বিষুবরেখার দিকে আরো বেশি বা কম সরল পথ অনুসরণ করে ঝড় দেখায়, এই সাম্প্রতিক ভরটেক্স এই “কিল জোনে” স্থানান্তরিত হয়নি।

    বৃহত্তর ভরটেক্স থেকে সম্ভাব্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি ছোট ঝড় দেখে ও বিস্ময়ে অবাক হয়ে যায় নাসার বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে ছোট ঝড়কে “ডার্ক স্পট জুনিয়র” বলে অভিহিত করেন। এই “জুনিয়র” এখনো বেশ বড়, ৩৯০০ মাইল (৬২৭৬ কিমি) জুড়ে বিস্তৃত। যদিও গবেষকরা প্রমাণ করতে পারছেন না যে ছোট ঝড় বৃহত্তর ঝড় থেকে ভেঙ্গে গেছে, তবুও ওয়ং বলেন যে এটা সম্ভব যে এই টুকরো টি বিষুবরেখার দিকে অব্যাহত রাখা রহিত করার জন্য যথেষ্ট ছিল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...