দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ছোটো থেকে অনেকেরই স্বপ্ন থাকে আকাশ সম্পর্কে কিংবা আকাশে চলাচল অথবা আকাশের কাছাকাছি কিছু নিয়ে থাকা। স্বপ্ন সফল হয় কজনের আর….সে যাই হোক, NASA কিন্তু অনেক ছাত্র ছাত্রীদের এই রকম স্বপ্ন কে সত্যি করার চেষ্টা করে। কিছু দিন আগে NASA এর Space Global Design Competition (স্পেস গ্লোবাল ডিজাইন কম্পিটিশন) হয়, সেখানে অংশগ্রহণ করে কিউব পুরস্কার পান সাস্ত্রা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র এস. রিয়াজদিন, এই যুবক তামিলনাড়ুর তানজাভুরের করনথাই এর বাসিন্দা।
আরো পড়ুন:জনসংযোগে ১০০ তে ১০০ পাওয়ার দৌড়ে আদিবাসী হোটেলের রান্না’য় হাত মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং!
তিনি বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট তৈরী করে Space Global Design Competition এ কিউব পুরস্কার পান। ৩৭ মিলিমিটারের FEMTO (ফেমটো)স্যাটেলাইট VISION SAT (ভিশন স্যাট) v1(ভি ১)এবং v2 (ভি ২) তৈরী করেছেন তিনি। এটি তিনি পলিথেরামাইড থার্মোপ্লাস্টিক রেজিন এবং থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করেন এই দুই স্যাটেলাইটের।
১৭ প্যারামিটার রেকর্ডের জন্য ১১ টি সেন্সর বসানো আছে এবং ৩৩ মিলিমিটারের পেলোডসহ স্যাটেলাইটের ওজন ৩৩ গ্রাম। বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট এই দুটি স্যাটেলাইট। তার তৈরী স্যাটেলাইট থাকবে NASA র দুটি মিশনে।
এই প্রতিযোগিতায় ৭৩ টি দেশের মোট ১০০০ প্রতিযোগি অংশ গ্রহণ করেন নিজেদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিজের স্বপ্ন পূরণ করতে সফল হয়েছেন রিয়াজদিন। ১০০০ এর জন্যে মধ্যে থেকে তিনি পুরস্কার জিতে নেন।