দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নাসা সতর্ক করে দিয়েছে যে ২২০ মিটারের একটি গ্রহাণু নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথের দিকে এগোচ্ছে। বছরের শেষদিনে ২০২০ ওয়াইবি-৪ নামের এক গ্রহাণু যার ব্যাস ছিল মাত্র ৩৬ মিটার পৃথিবী থেকে ৬.১ লক্ষ কিলোমিটার দূরত্ব থেকে সকাল ৬টার কিছু পরে বেরিয়ে যায়।
গ্রহাণুর এই গতিবিধির প্রবণতা বজায় দেখে নাসা বলেছে যে, জানুয়ারির প্রথম দিনেই, তিনটি ছোট অর্থাৎ নিয়ারেস্ট আর্থ অবজেক্ট (এনইও) পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে।
আরো পড়ুনঃ বারো বছর আগে মহাকাশ থেকে ছিটকে আসা হীরকখণ্ডের গবেষণায় উঠে এলো নতুন প্রাণের অস্তিত্ত্ব!
১৫ মিটার ব্যাস বিশিষ্ট এই গ্রহাণু ২০১৯ ওয়াইবি-৪ মাত্র 6.4 লক্ষ কিলোমিটার দূরত্ব দিয়ে উড়ে যাবে। এটিকে অনুসরণ করে আরো দুটি এনইও বা গ্রহাণু উড়ে যাবে। সেগুলি হল ১৫ মিটার ব্যাসের ২০২০ ওয়াইএ-১ এবং ২১ মিটার ব্যাসের ২০২০ ওয়াইপি-৪। তারা পরের দিন যথাক্রমে ১.৫ এবং ২.১ লক্ষ্য কিলোমিটার দূর থেকে বেরিয়ে যাবে বলে বলা হয়েছে।
এরপর একটি বৃহত্তর মাপের গ্রহাণু ৩রা জানুয়ারি পৃথিবীকে অতিক্রম করবে, তুলনামূলকভাবে বড় ও বিপদসঙ্কুল এই ২০০৩ এএফ-২৩ যার ব্যাস নাকি ২২০ মিটার চওড়া অর্থাৎ বিখ্যাত গোল্ডেন গেট সেতুর সমান, সেটি নাকি ৬.৯ লক্ষ্য কিলোমিটার থেকে উড়ে যাবে। যদিও নাসা কোনো বিপদের কথায় জানায়নি। কিন্তু এই বৃহৎ গ্রহাণুটিকে নাকি পৃথিবীর নানা জায়গা থেকে খালি চোখেই দেখা যেতে পারে।