30 C
Kolkata
Thursday, June 8, 2023
More

    কিভাবে শেষ হল ডাইনো-যুগ অতীতের পাতায় যোগ অবাক করা নতুন তথ্য!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ” বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি? ” কাব্য রসের এই পঙ্ক্তির মাহাত্ম যে কতখানি গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার উপেক্ষা রাখে না। কথায় বলে যা চলে গেছে তা সবই অতীত কিন্তু অতীত ই বর্তমানের কাঠামো আর ভবিষ্যতের অভিজ্ঞতা। তাই আজও আমরা বর্তমানে থেকেও সন্ধান করে চলেছি সেই অতীতের দুনিয়ার কথা। কয়েকশো কোটি বছর আগে আমাদের পৃথিবী কেমন ছিল তা নিয়ে তথ্য ও সেই তথ্যানুযায়ী বিতর্কের কোনো শেষ নেই। কিন্তু কৌতুহলী মন কি তাতেই থেমে থাকে? তাই সে নিত্য নতুন রহস্য উদঘাটনে মজে ওঠে। এমনই এক চঞ্চল মনের ফল হলো “হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র থেকে উঠে আসা নতুন তথ্য যা ডাইনোসরের বিলুপ্তির কারনকে এক নতুন মাত্রা দিতে পারে।

    ভুবিজ্ঞানি অ্যান্টিনিও কামারাগো ও গ্লেন পেনফিল্ড পেট্রোলিয়ামের খোঁজে বেরিয়ে আবিষ্কার করেন এক বিশাল গহ্বর যার গভীরে অনেক প্রশ্নের উত্তর ঘনীভূত হয়ে রয়েছে। এই বিশালাকায় গর্তটি মেক্সিকোর পেনিনসুলা অঞ্চলে অবস্থিত। গবেষণা সূত্রে খবর পাওয়া যায় যে আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর আগে এই পৃথিবীর সৃষ্টি আর এই সৃষ্টির প্রথম ৫০ কোটি বছর পৃথিবীর মাটি ছিল অত্যন্ত উত্তপ্ত। গবেষণা সূত্রে জানা যায়, যে এই গর্ত থেকে উদ্ধার হওয়া রাসায়নিক গ্যাস ও পদার্থ সবই হল ডাইনোসর এর সমসাময়িক। এছাড়াও ওই গহ্বর এর মধ্যে যে ধুলোর সন্ধান পাওয়া গেছে তার ঠিকানা এই পৃথিবীর বাইরে। অর্থাৎ এক সময় ধূমকেতুর বিস্ফোরণ এ বিভিন্ন গ্রহাণু ও উল্কাবৃষ্টি – র ফলে সেখান থেকে প্রায় অনেক ধরনের মাটির নমুনা পাওয়া গেছে ।

    এই ধুলো মাটির স্তরে পাওয়া গেছে ইরিডিয়াম যার সাথে ডাইনোসরের জীবাশ্ম থেকে পাওয়া নমুনার মিল রয়েছে। সূত্রে জানা যায় যে, এই ফাটল তৈরির কারন হচ্ছে কোনো এক প্রবল গ্রহানুখন্ডের পৃথিবীর বুকে আছি পড়া। যার ফলে ভূপৃষ্ঠে তৈরি হয় অনেক ফাটল, মুহূর্তে শেষ হয়ে যায় অনেক প্রাণ। এই উল্কাপিণ্ড গুলির পরীক্ষা করে দেখা গেছে যে তার থেকে উদ্ধার হয়েছে রাইবোজ গোত্রের বায়ো এসেনশিয়াল সুগার। এছাড়াও পাওয়া গেছে আরবিনোজ ও জাইলোজ সুগার গোত্রের দুটি যৌগ। এছাড়াও পাওয়া গেছে কার্বনের সন্ধান যা প্রাণের উৎসের এক অন্যতম উপাদান। NWA 801 ও মূর্চিসন টাইপ সিম টু ধরনের কার্বন উদ্ধার হয়েছে৷ বেশকিছু গবেষকের মতে এই উল্কাবৃষ্টি এবং বিস্ফোরণের ফলে শেষ পর্যন্ত পৃথিবীর লক্ষ লক্ষ প্রাণ শেষ হয়ে যায়। যার মধ্যে রয়েছে ডাইনোসররাও। পেনিনসুলার এই গহবর থেকে মেলা নতুন ধরনের এইসব তথ্য আর কি অজানা দিক খুলে দেয় সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...

    মেসি কি ফিরছেন বার্সাতেই?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। হার দিয়েই শেষ তাঁর পিএসজি অধ্যায়। বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে...