দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:
সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে দ্রুত কোনো নতুন জিনিস শেখা এবং মনে রাখার জন্যে মস্তিষ্কের কোশগুলি একটি অবিশ্বাস্য কাজ করে। তারা দ্রুত নিজেদের কোশের ডিএনএ গুলিকে ভেঙে ফেলে। এই ভাঙনগুলি ঘটে ডিএনএর সেই অংশগুলোতেই যাদের কার্যগত গুরুত্ব বেশী।
এতদিন বিজ্ঞানীরা ভাবতেন ডিএনএর ভাঙনের প্রভাব কেবলই ক্ষতিকর। এ কথা সত্য, যে এর ফলে ক্যান্সার, নার্ভকোশের মৃত্যুর মত বেশ আশঙ্কাজনক বেশ কিছু ঘটনা ঘটে। এই জাতীয় সমস্যার কারণে অ্যালজা়ইমার, ডেমেনশিয়া ইত্যাদির মত রোগও নতুন নয়। কিন্তু ডিএনএ ভাঙার কোনো সুপ্রভাবও যে থাকতে পারে তা সম্প্রতি জানা গেল এই গবেষণার মাধ্যমে। এবং এই ঘটনা দেখে বিজ্ঞানীরা রীতিমত আশ্চর্য!
আরও পড়ুন:এবার ফাইজা়র আর বায়োএনটেক যৌথভাবে তৈরি করলো ক্যান্সার নির্মূলকারী এম-আরএনএ
আমাদের চারপাশের নানা রকম পরিবর্তনের সাথে আমাদের মস্তিষ্কের গঠনগত পরিবর্তন চলতে থাকে নিরন্তর। এই পরিবর্তনকে বলে ব্রেইন প্লাস্টিসিটি। পরিবেশের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা, নতুন কোনো প্রশিক্ষণ আয়ত্ত্ব করা বা নতুন কিছু মনে রাখার জন্যে ব্রেইন প্লাস্টিসিটি একটি গুরুত্বপূর্ণ প্রকৃয়া। এবারে প্রমাণিত হল ডিএনএর-এই ভাঙন ব্রেইন প্লাস্টিসিটির একটি ওতোপ্রত অংশ। শুধু তাই নয়, ডিএনএর এই ভাঙন স্বাভাবিক একটি প্রকৃয়া বলেই প্রমাণিত হল। যদিও মস্তিষ্কের কোশগুলো আবার এই ভাঙনকে জোড়া লাগিয়ে দেয়।
কিন্তু কী লাভ হয় ডিএনএ ভাঙলে? ডিএনএ ভাঙলে সেই ডিএনএটি সক্রিয় হয় এবং নিজের কাজ আরম্ভ করে খুব দ্রুত। এর ফলে নার্ভ কোশের কাজ সম্পন্ন করতে সুবিধে হয়। আর সেই কাজের মধ্যে একটি বড় কাজ হল স্মৃতিশক্তি বাড়ানো এবং নতুন কিছু মনে রাখা।
(লেখা: মধুরিমা পট্টনায়ক।লেখা: মধুরিমা পট্টনায়ক)