দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:
বিজ্ঞানীরা খুঁজে পেলেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন এক প্রজাতির ঈগলের জীবাশ্ম। এর বিজ্ঞানসম্মত নাম রাখা হয়েছে আর্কিহিয়ের্যাক্স সিলভেস্ট্রিস। অনুমান করা হচ্ছে প্রায় ২৫ মিলিয়ন বছর আগে, অলিগোসিন যুগে ঈগলের এই প্রজাতিটি দক্ষিণ অস্ট্রেলিয়াতে বসবাস করতো।
আরও পড়ুন: মৌমাছির কামড়ে মৃত্যু হল একদল বিলুপ্তপ্রায় আফ্রিকান পেঙ্গুইনের
অলিগোসীন যুগ চলেছে ৩৩.৯ থেকে ২৩ মিলিয়ন বছর আগে। আর সেই সময় খুব অল্পসংখ্যায় এই যুগের উন্নত প্রাণীরও আবির্ভাব ঘটছিলো।
কিন্তু এখন এ ঈগলের দেখা মেলে তার থেমে অনেক দিক থেকে আলাদা এই ঈগল। কিন্তু তা কী করে জানলেন বিজ্ঞানীরা?
আরও পড়ুন: ডায়নোসর হারিয়ে গেলেও, টিকে গেছিলো সাপেরা – কিন্তু কী ভাবে?
বিজ্ঞানীদের মতে ঈগলের জীবাশ্ম থেকে একটি আস্ত হাড় উদ্ধার করা সৌভাগ্যের ব্যাপার। আর সেখানে আর্কিহিয়ের্যাক্সের জীবাশ্মে তেষট্টিটি হাড় পাওয়া গিয়েছে। দেখা যাচ্ছে এদের ডানার আকার এখনকার ঈগলের ডানার আকারের থেকে ছোটো। কিন্তু পায়ের পাতার দৈর্ঘ্য প্রায় পনেরো সেন্টিমিটারের কাছাকাছি।এই গঠনগত বৈশিষ্ট্যগুলি দেখে বিজ্ঞানীদের ধারণা, আর্কিহিয়ের্যাক্স খুব বেশী বা খুব দ্রুত উড়তে পারতো না, জঙ্গলেই বসবাস করতো। পায়ের পাতার মাপ দেখে অনুমান করা হচ্ছে বড় কোনো প্রাণী শিকার করে খেতে পারতো এরা।
(ছবিতে প্রাচীনতম ঈগলের কাল্পনিক চিত্র। সৌজন্যে: ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি)