দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : প্রতিদিন বিভিন্ন নিত্য নতুন আবিষ্কার করছেন মহাকাশ বিজ্ঞানীরা। আর মহাকাশ বিজ্ঞানীদের চোখ যেদিকে রয়েছে তা হলো মঙ্গল গ্রহ। মঙ্গলের বুকে কখনো জলের সন্ধান পাচ্ছেন কখনো বা হিরের খনি। তবে এবার এক চাঞ্চল্যকর দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, চাষাবাদের অনুকূল মাটি রয়েছে মঙ্গলে এবার নাকি মঙ্গলে করা যাবে আলু চাষ। এমনটাই দাবি করলেন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের কর্মীরা।তারা দাবি করেছেন মঙ্গলের রুক্ষ মাটিতে আলু ফলানো সম্ভব। এমন কি পৃথিবীতে যদি আলুর ঘাটতি মেলে তবে সহজেই লাল গ্রহ থেকে আলু নিয়ে আসতে পারবেন চাষীরা।কিন্তু মঙ্গলে কিভাবে আলু চাষ হবে।
তবে কি চাষের সঙ্গে সঙ্গে প্রাণের ও সন্ধান পাওয়া যেতে পারে মঙ্গল গ্রহে। প্রসঙ্গত একাধিকবার মঙ্গলে অভিযান চালিয়েছে চীন আমেরিকা ভারত সহ বিভিন্ন দেশ। কখনো মঙ্গলে সোনা পাওয়া গেছে আবার পাওয়া গিয়েছে প্রাণের সন্ধান। মঙ্গলের মঙ্গল ঘটাতে মানুষের যেন কৌতুহলের শেষ নেই।এবার এক বিস্ফোরক দাবী করলো ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার। পেরুর লিমায় অবস্থিত এই সংস্থা। তারা দাবি করেছে কৃত্রিম উপায়ে মঙ্গল গ্রহে তৈরি করা যাবে আলু চাষের মত অনুকূল পরিবেশ। যেখানে খুব সহজেই আলু উৎপাদন করা সম্ভব হবে। মঙ্গলের হাওয়া নাকি আলু চাষের জন্য অত্যন্ত উপযুক্ত।
ইতিমধ্যে তারা মঙ্গল নিয়ে নানান গবেষণা করে ফেলেছেন। সেই গবেষণা ও পরীক্ষা সফল এমনকি চূড়ান্ত প্রতিকূল পরিবেশেও কিভাবে মঙ্গলে আলু চাষ করা যাবে সেই ব্যাপারেও তারা পরীক্ষা চালিয়েছে। এই সংস্থা আরো জানিয়েছে মঙ্গলের আলু চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করতে তারা সাহায্য নিয়েছে মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসার। এই সংস্থা ইতিমধ্যেই তৈরি করেছে একটি কিউট স্যাট। তার মধ্যে আলুর কন্দ বপন করে চাষ করা শুরু হয়ে গিয়েছে আলু। মঙ্গলের রুক্ষ মাটিতে নাকি জল সেচ করাও সম্ভব। তবে পৃথিবীর মতো পরিবেশ অনুপম না হলেও ধীরে ধীরে চাষযোগ্য হয়ে উঠতে পারে মঙ্গল।শুধু কি আলু পাট,খাদ্যশস্য এমনকি ধান চাষ করা যেতে পারে এখানে। যদি মঙ্গলে একবার বসতি স্থাপন করা যায় তবে বিকল্প পথে মঙ্গল থেকে বিভিন্ন খাদ্যশস্য থেকেই সবজি উৎপাদন করে নিয়ে আসতে পারবেন চাষি ভাইরা। এখন এটাই দেখার কোথাকার আলু বেশি সুস্বাদু মঙ্গলের না পৃথিবীর