21 C
Kolkata
Tuesday, November 29, 2022
More

  এ মাসের ৩১ তারিখ দেখা যাবে ‘নীল চাঁদ’, ১৩ বছর পর ঘটবে এমন মহাজাগতিক ঘটনা

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ সালের এই অক্টোবর মাসেই ঘটতে চলেছে একটি মহাজাগতিক ঘটনা। আগামী ৩১’ তারিখ দেখতে পাওয়া যাবে ‘নীল চাঁদ’ বা ‘ব্লু মুন’। গত পয়লা অক্টোবর ইতিমধ্যেই ফুল মুন বা পূর্ণ চন্দ্র দেখা গিয়েছে। আর এবার আবারও ৩১শে অক্টোবর দেখা যেতে চলেছে ফুল মুন বা পূর্ণ চন্দ্র। আর এই আশ্চর্য মহাজাগতিক ঘটনা যখন ঘটে, অর্থাত্‍ আকাশে একই মাসে যখন দুবার পূর্ণ চন্দ্র বা ফুল মুন (পুর্ণিমা) দেখা যায় তখন দ্বিতীয় চন্দ্রটিকে বলা হয় ‘ব্লু মুন’।

  মুম্বইয়ের নেহরু প্ল্যানেটোরিয়ামের পক্ষ থেকে অরবিন্দ পরাঞ্জপে বলেন এর নাম নীল চাঁদ হলেও যে চাঁদের রঙ নীল হয়, তা কিন্তু নয়। জানা গিয়েছে যে, প্রায় তেরো বছর আগে ২০০৭ সালে জুন মাসে দেখা গিয়েছিল ‘ব্লু মুন’। তবে, এবছর ৩১শে অক্টোবর যদি আপনি ‘ব্লু মুন’ বা পুর্ণিমা দেখতে ভুল করেন তাহলে কিন্তু আরও ৩০ বছর অপেক্ষা করতে হবে।

  বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের যোগাযোগ শাখার বিজ্ঞান প্রসারের গবেষক টি ভেঙ্কটেশ্বরণ বলেন এই জটিল অঙ্ক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে হিসেব করা হয়। এই মহাজাগতিক ঘটনা আবার ২০৫০ সালের সেপ্টেম্বর মাসে ঘটবে। প্রসঙ্গত, সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করে থাকেন।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  চাঁদে পাকাপাকি ভাবে থাকবে মানুষ !

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাঁদের মাটিতে শেষবার মানুষ পা রেখেছিল গত অর্ধ শতাব্দী আগে। এই বার সেখানে ঘর-বাড়ি...

  নির্দিষ্ট কিছু পুরনো কয়েন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে RBI !

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১ টাকা এবং ৫০ পয়সা মূল্যের নির্দিষ্ট কিছু পুরনো কয়েন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে...

  স্বামী বিবেকানন্দর পুনর্জন্ম মোদী , বেফাঁস মন্তব্য রাহুল সিনহার

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বেফাঁস বিজেপি নেতা রাহুল সিনহা। স্বামী বিবেকানন্দ পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন নরেন্দ্র মোদি রূপে,...

  বিশ্বকাপে আফ্রিকান দাদাগিরি ! বেলজিয়ামকে ঘায়েল করল মরক্কো

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : মরক্কো ২ আবদেলহামিদ সাবিরি (৭৩’), জাকারিয়া আবৌখাল (৯০+২’)  বেলজিয়াম ০

  ইন্ডিয়ান সুপার লিগে বিরাট জয় পেল ইস্টবেঙ্গল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ধারাবাহিকতার অভাবে ভুগছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল।...