33 C
Kolkata
Sunday, April 2, 2023
More

    হাতে মাত্র ৩০ বছর, ২০৫০’শেই ‘মরুভূমি’ হতে চলেছে কলকাতা, WWF এর সমীক্ষা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ থেকে ৩০ বছর পর মরু শহর দুবাই আর কলকাতার মধ্যে পার্থক্য থাকবে না। যা সত্যি অর্থে কলকাতাবাসীর জন্য খুবই খারাপ খবর! শুধু কলকাতা নয় ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে সারা পৃথিবীর বেশ কয়েকটি শহরও। ২০৫০ সালের মধ্যে চুড়ান্ত জলকষ্টে ভুগতে হবে শহরবাসীকে। এমনই বলছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (WWF)-এর সমীক্ষা।

    উল্লেখ্য, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ওয়াটার রিস্ক ফিল্টার (Water Risk Filter) নামে একটি সমীক্ষা চালায় বিশ্বের জনপ্রিয় ও জনবহুল শহরগুলিতে। তাতে দেখা গিয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ১০০টি শহরে ব্যপক জলসংকটে ভুগতে হবে আর তাতে ভুক্তভোগী হবেন ৩৫ কোটি মানুষ। সমীক্ষায় জানানো হয়েছে, ভারতের শহরগুলির মধ্যে যেসব শহরগুলি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলি হল কলকাতা, দিল্লি, মুম্বই, জয়পুর, ইন্দোর, অমৃতসর, পুনে, শ্রীনগর, বেঙ্গালুরু, কোঝিকোড় ও বিশাখাপত্তনম।

    এই সমীক্ষাতে আরও জানা গিয়েছে যে এই তালিকায় থাকা প্রায় ৫০ শতাংশ শহরই চীনে অবস্থিত। WWF ইন্ডিয়ার-র এক কর্তা সেজাল ওয়ারার জানিয়েছেন, “দেশের ভবিষ্যত্‍ নির্ভর করছে শহরের জনসংখ্যা ও পরিবেশের ওপর। দ্রুতহারে নগরায়ণ শুরু হয়েছে ভারতে। ফলে দেশের উন্নয়ন ও স্থায়িত্ব তাদের উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তাই শহরে বেশি করে জলাশয় ও জলাভূমির সংরক্ষণ করা একান্তই প্রয়োজন।” প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই চেন্নাইয়ের মতো শহরে জল সরবরাহের ব্যাপক সমস্যা দেখা গিয়েছে।

    পরিত্রাণের কী কোনো উপায় নেই! গবেষকদের মতে, এখন থেকেই যদি আপত্‍কা‌লীন পরিস্থিতিতে সঠিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে এই বিপদ থেকে মুক্তি মিলতে পারে। এর মধ্যে অন্যতম হল পরিকল্পনা মাফিক নগর রূপায়ণ এবং জলাশয় সংরক্ষণ। বৃষ্টির জল ধরে রাখা ও জলের অপচয় কমানোও কার্যকরী হতে পারে। তবে এই অশনি সংকেত যদি এক্ষুনি কলকাতাবাসী মনোযোগ সহকারে গ্রহণ করে তাহলে এমন দিন আসতে বাধ্য যখন এক লিটার জল কিনতে গেলেও ১০০০ টাকা খরচ করতে হতে পারে বা এক লিটার পেট্রোল জলের থেকে সস্তায় মিলবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...