দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা ঠেকাতে কার্যকরী বিসিজি ভ্যাকসিন! বেশ কয়েক মাস ধরেই এই নিয়ে পরীক্ষা চলছিল। বিসিজি (BCG) মূলত শিশুদের যক্ষ্মার হাত থেকে রক্ষা করে। এবার গবেষণা জানালো সেই ভ্যাকসিন পূর্ণবয়স্ক মানব দেহে করোনা ঠেকাতে সক্ষম, সেই সবুজ সংকেত পাওয়া গিয়েছে। এবার উত্তরপ্রদেশের নয়ডার এক চিকিত্সক রেণু আগরওয়াল নিশ্চিত করেছেন ভারতেও BCG প্রয়োগে সাফল্য মিলেছে।
ওই চিকিত্সক রেণু আগরওয়ালের দাবি বিসিজি ভ্যাকসিন মানব শরীরে করোনা সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। তাঁর এই সমীক্ষার রিপোর্ট ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপ্লায়েড রিসার্চ নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এই সমীক্ষার প্রথম ধাপে ৩০ জন চিকিত্সক, নার্সের ওপর এই বিসিজি ভ্যাকসিন প্রয়োগ করা হয়। দেখা যায় করোনা রোগীদের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পরেও তাঁরা আক্রান্ত হননি। এপ্রিল মাসে এই ভ্যাকসিন নেন তাঁরা। নভেম্বরেও তাঁরা করোনা আক্রান্ত হননি বলে খবর।
রেণু আগরওয়াল জানান ৮০ জনের একটি স্বেচ্ছাসেবকের টিম তৈরি করা হয়েছিল। যার মধ্যে ৫০ জনকে দেওয়া হয়নি ভ্যাকসিন। তারা বিসিজি ভ্যাকসিন ছাড়াই করোনা হাসপাতালে কাজ করেন। এরপর এদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। ৫০ জনের মধ্যে ১৬ জনই করোনা আক্রান্ত হন বলে খবর রয়েছে। এই সমীক্ষার ফলাফলের পর স্বাস্থ্য বিভাগ বিসিজি সহ জেলার ১৪০ জন অ্যাম্বুলেন্স কর্মীকে টিকা দিতে প্রস্তুত। অ্যাম্বুলেন্স ড্রাইভার, ইএনটি সহ সকল কর্মচারীকে এক সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) পরিচালক ডঃ অর্পনাও এ ব্যাপারে একটি চিঠি জারি করেছেন।
ওই চিকিত্সক এও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালির চিকিত্সকরা বিসিজি ভ্যাকসিনের প্রয়োগ করতে শুরু করেছেন ইতিমধ্যেই। ভারতেও এই ব্যবস্থা চালু হওয়া দরকার। যেসব মানুষ ডায়াবেটিস, হাইপার টেনশন, ও অন্যান্য জটিল রোগে ভুগছেন, তাঁদের বিসিজি ভ্যাকসিন দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন।
বিসিজি ভ্যাকসিন মূলত ব্যবহার করা হয় শিশু ও বয়স্কদের শ্বাসনালীর সংক্রমণ রুখতে। ফলে করোনাও যেহেতু শ্বাসবাহিত সংক্রমণ, তাই বিসিজি ভ্যাকসিনের প্রয়োগ ঘটানো হবে। বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনার সংক্রণের বাড়বাড়ন্ত রুখতে বিসিজি ভ্যাকসিনের প্রয়োগ ঘটাচ্ছে, তবে তা এখনো পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে।
সমীক্ষা বলছে বয়স্কদের শরীরে অ্যান্টিবডি উত্পাদন বাড়িয়ে দিচ্ছে বিসিজি ভ্যাকসিন, যা করোনাকে ঠেকাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। আইসিএমআরের গবেষকরা বলছেন বিসিজি ভ্যাকসিন অ্যাডাপটিভ সেল মেমোরি বৃদ্ধি করছে বয়স্কদের শরীরে। মনে করা হচ্ছে এই সেল মেমোরি করোনা সংক্রমণ রুখতে কার্যকরী ভূমিকা নেবে।
অন্যদিকে বিবিসির একটি রিপোর্ট বলছে ব্রিটেনে বিসিজি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে করোনা মোকাবিলায়। ফলও বেশ সন্তোষজনক। করোনা ভাইরাস শরীরে প্রবেশ করলেও তা দুর্বল হয়ে পড়ছে। এই মহামারীর পরিবেশে এই নতুন আশার খবর নি:সন্দেহেই কিছুটা হলেও শঙ্কা দূর করছে।