দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সপ্রতি বলিভিয়ায় আর এক মারণ ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়ে দিল, এই ভাইরাল সংক্রমণ একদেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে শুধুমাত্র হাতে হাতে স্পর্শ হলে বা গায়ে গায়ে স্পর্শ হলেই। এখনও করোনা ভাইরাসের ভ্যাকসিন সেভাবে বাজারে আসেনি আর সেই মূহুর্তে এই নতুন ভাইরাসের সংক্রমণের খবরে গোটা বিশ্বজুড়ে ভীতির মহল তৈরি করেছে।
বিজ্ঞানীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইবোলার মতোই প্রাথমিক ভাবে মস্তিষ্কে ক্ষরণ জনিত জ্বরের উপসর্গ তৈরি করে এই ভাইরাসটি। এর আগে একবার ২০০৪ সালে খুব ছোট পরিসরে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে বলিভিয়ার উত্তরে ‘লা পাজ প্রদেশে’র ‘ছাপারে অঞ্চলে’ এই ভাইরাল সংক্রমণ শুরু হওয়ার কারণে এই ভাইরাসকে ‘ছাপারে ভাইরাস’ও বলা হচ্ছে। ধুম জ্বরের সাথে বমি, মাড়ি থেকে রক্তপাত, গায়ে ব্যথা, পেটে ব্যথা, সারা গায়ে লাল লাল হামের মত দাগ এই সংক্রমণের প্রাথমিক উপসর্গ।


ইতিমধ্যে গার্ডিয়ানের রিপোর্টে প্রকাশিত হয়েছে যে ২০১৯ এই ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি বলিভিয়ার ছাপারে’র স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। আর সে সময়ে লা পাজ শহরের স্বাস্থ্যকেন্দ্রটিতে তিনজন স্বাস্থ্যকর্মী তাঁদের সংস্পর্শে আসেন। আর এই মূহুর্তে ওই দুই রোগীর মধ্যে একজন, এবং তিন স্বাস্থ্যকর্মীর মধ্য দুজনের মৃত্যু হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই ভয়ের সঞ্চার হয়েছে।


সিডিসি-র এপিডেমিওলজিস্টদের মতে বডি ফ্লুইডের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। যেমন ঘাম, মূত্র মিউকাস, থুতু, প্লাজমা এগুলি সবই বডি ফ্লুইড এছাড়াও সামান্য স্পর্শ, চুম্বন বা ন্যূনতম সংস্পর্শ এক দেহ থেকে আর এক দেহে খুব সহজেই ভাইরাস সংক্রমিত করে।