দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কোভিডের জন্য পৃথিবীর জনজীবন স্তব্ধ হলেও, বহির্বিশ্বে তো তার প্রভাব পড়েনি। তাই ২১ ডিসেম্বর কলকাতার রাতের আকাশ সাক্ষী থাকবে এক মহাজাগতিক ঘটনার। বিজ্ঞানীদের মতে, ৩৯৭ বছর পর ঐ দিনে খুব কাছাকাছি চলে আসবে বৃহস্পতি এবং শনি। ১৬২৩ সালের পর কখনওই এত কাছাকাছি আসেনি এই গ্রহদুটো। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি এই ঘটনাকে ‘মহা সংযোগ’ নামে চিহ্নিত করেছেন।
আরো পড়ুনঃ চিড়িয়াখানার জিরাফ পরিবারে নতুন সদস্য!
দেবীপ্রসাদবাবু আরও জানিয়েছেন, “মহাকাশের দুটো বস্তু যখন কাছাকাছি আসে তখন তাকে ‘কনজাঙ্কশন’ (সংযোগ) বলা হয়। বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে কোনও কোনও সময় তা ‘গ্রেট কনজাঙ্কশন’ (মহা সংযোগ) বলা যায়। ২১ ডিসেম্বরের ঘটনাও ঠিক তাই। বিশালাকার দুই গ্রহকে পৃথিবী থেকে একটা উজ্জ্বল আলোকবিন্দুর মতো দেখাবে বলে জানিয়েছেন অধিকর্তা। দেশের বেশিরভাগ বড় শহর থেকেই সন্ধের পর এই দৃশ্য দেখা যাবে।”
২১ তারিখ সূর্যাস্তের পর ৫ঃ২৮ মিনিটে দক্ষিণ-পশ্চিম দিগন্তে দেখা যাবে এই দুটি গ্রহকে। সন্ধ্যে সাতটা অবধি দেখা যাবে সেই দৃশ্য। তারপর ৭ঃ১২ মিনিটে তা দিগন্তে মিলে যাবে। বৃহস্পতি এবং শনির মধ্যে তখন দূরত্ব দাঁড়াবে ৭৩.৫ কোটি কিলোমিটার। দেবীপ্রসাদ বাবু আরো জানান যে, “২৩ ডিসেম্বর এই মরশুমের দীর্ঘতম রাত্রি হবে। আর এই ‘মহা সংযোগ যখন শেষ ঘটে তখন তাঁর সাক্ষী ছিল গ্যালিলিও। তিনি তাঁর বানানো টেলিস্কোপে দেখেছিলেন বৃহস্পতি আর শনি গ্রহকে।” আরো জানা যাচ্ছে যে এই ঘটনা আবার ঘটবে ২০৮০ সালে কিন্তু তখন তা শহরের আকাশ থেকে দেখা যাবে না।