দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মহাকাশ অভিযানের মূল লক্ষ্যই হল প্রতিকূলতাকে জয় করা। সেই প্রতিকূলতায় ছয় বছর থেকে তাকে জয় করে আবার ফিরে এলো জাপানি স্পেসক্রাফ্ট হায়াবুসা-২। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি থেকে এই অভিযানটি নেতৃত্ব দেওয়া হয়। ৬ ডিসেম্বর তারাই টুইট করে জানান যে তাদের হায়াবুসা-২ স্পেসক্রাফট টি অষ্ট্রেলিয়ার উমেরা এলাকায় যা অ্যাডিলেড থেকে ৪৫০ কিলোমিটার দূরে, সেখানে অবতরণ করেছে।


জাপানের মহাকাশ বিজ্ঞানীরা ২০১৪ সালে এই হায়াবুসা-২ কে তানেগাসিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করেন। প্রায় চার বছর মহাকাশে ভেসে তা ‘র্যিগু’ নামের উল্কাখণ্ড বা অ্যাস্টরয়েডে পৌঁছায়।
আরো পড়ুনঃ ওয়ানডেতে ৯২ এর ‘রেট্রো লুক’-এর পর এবার টেস্টেও নতুন রূপে টিম ইন্ডিয়া, বদলাবে কি বিদেশ জয়ের ভাগ্য?
২০১৯ সালে হায়াবুসা-২ আবার পৃথিবীর পথে পাড়ি দেয়। অবশেষে তা রবিবার সুরক্ষিত ভাবে অবতরণ করে। মহাকাশ যাত্রার যুগান্তকারী নায়ক এলন মাস্ক এই অবতরণকে বিশাল সাফল্য হিসেবে বলেছেন। তবে যে জন্য এই মহাকাশ অভিযান তা হল এই সৌরজগতের সৃষ্টিরহস্যের কারণ সন্ধান। এই সৌরজগতের প্রাচীন অবশেষ বলতে এই উল্কাখন্ডগুলিকেই বোঝানো হয়, তাই এইসব থেকে পাথরের নমুনা নিয়ে বিজ্ঞানীরা এই সৌরজগতের আদিরহস্যের ইতিহাস খুঁজে বার করবে।