ক্যালকাটা মিরর ব্যুরোঃ পৃথিবীর যে কোন আশ্চর্যজনক জিনিসই গিনিস রেকর্ড বুকে নিজের জায়গায় করে নিতে পারে। সেটা হতে পারে কোন অতি বৃহৎ কিছু কিংবা অতি ক্ষুদ্র কোন জিনিস। তেমনই অতি পুচকে এক গাড়ি সে নিজের জায়গা করে নিয়েছে গিনিস বুকে। আমরা সাধারণত ঝা-চকচকে কোনো ভালো ব্রান্ডের গাড়ি বাজার এলে সেদিকেই ঝুঁকে থাকি। কিন্তু ৫৪ ইঞ্চি লম্বা ও মাত্র ৫৯ ইঞ্চি চওড়া এই কিউট গাড়ি টাও যে মানুষের নজর কারতে পারে তা অনেকের কাছে ই অজানা।


আরো পড়ুনঃ সিঙ্গাপুরে বিক্রির ছাড়পত্র পেল ল্যাবরেটরিতে তৈরী ‘কৃত্তিম মাংস’! – সৌরদীপ চক্রবর্তী
১৯৬২ থেকে ১৯৬৫ সালের মঝে ব্রিটেনের পিল ইঞ্জিনিয়ারিং কম্পানি এটি প্রথম তৈরি করে। পৃথিবীর সবচেয়ে ছটো গাড়ি এটি। এর ভিতর একটি লোক বসতে পারবে এবং কাছাকাছি কোথাও শপিং করে বা ঘুরে আসতে পারবে। এটি শপিং ব্যগের মত কাজে আসবে। এর ওজন মাত্র ৫৯ কিলোগ্রাম। যার কারনে গাড়ি টিতে কোনো ব্যাকগিয়ার না থাকলেও চালক হাতদিয়ে ঠেলে পিছনে নিয়ে যেতে পারবে।


এতে একটি দরজা ও একটি উইন্ডো স্ক্রিন। গাড়িটিতে ৩টি চাকা সাননে ২টি পিছনে ১টি ও সামনে একটি হেডলাইট। ৪৪cc এই গাড়ি টি ৪৫কিমি/ঘন্টা বেগে যেতে পারে। প্রথম ৫০টি গাড়ি তৈরি করা হয়েছিল তাই পিল পি-৫০ নামে এটি পরিচিত। লাল,নীল হলুদ ইত্যাদি রং এর করা হয়েছিল। ছোটো এই গাড়ি টা আগে শুধু ব্রিটেনে লোকের খুব আদরের জিনিস ছিল এখন তা গোটা পৃথিবীর মানুষের কাছে পরিচিতি একটি নাম পিল পি-৫০ গাড়ি।