28 C
Kolkata
Wednesday, March 29, 2023
More

    দেশ-বিদেশের কোভিড-১৯ নিয়ে ‘নয়’টি গুরুত্বপূর্ণ আপডেট, শঙ্কা নয়, সতর্ক থাকুন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহে সারা বিশ্ব পর করতে চলেছে গোটা একটা বছর। রোজ দিনই নিত্য নতুন শঙ্কা, নিত্যনতুন আশা’র খবরে চমকিত হচ্ছে নগর জীবন। আজ দেশ বিদেশের ‘নয়’ টি কোভিড সংক্রান্ত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে-

    শনিবার আসামে কোন কোভিড-১৯ মৃত্যুর খবর পাওয়া যায়নি:
    স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, শনিবার আসামে কোন কোভিড-১৯ মৃত্যু নথিভুক্ত করা হয়নি। অন্যদিকে ১৫২টি নতুন মামলায় মোট সংক্রামিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২,১৪,৫৮৪ জনে। দিনের বেলায় মোট ১১৮ জন এই রোগে আক্রান্ত হন, যা রাজ্যে মোট পুনরুদ্ধারের সংখ্যা ২,১০,০৫৪ জনে নিয়ে যায়। বর্তমানে রাজ্যে করোনাভাইরাস রোগীদের মধ্যে পুনরুদ্ধারের হার ৯৭.৮৯ শতাংশ। তিনি বলেন, এগারো দিন পর এই সংক্রমণের কারণে নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    এবার মেক্সিকো’ও ফাইজারের কোভিড-১৯ টীকা অনুমোদন করেছে:
    ১১ ডিসেম্বর মেক্সিকোর মেডিকেল সেফটি কমিশন ফাইজার-বায়োনটেক কোভিড-১৯ টিকার জরুরী ব্যবহারের অনুমোদন দেয়, যা এটিকে বিশ্বের পঞ্চম দেশ এবং ল্যাটিন আমেরিকায় প্রথম দেশ হিসেবে ইতিহাসে স্থান দেয়। দেশটির সহকারী স্বাস্থ্য সচিব হুগো লোপেজ-গ্যাগেল রামিরেজের মতে, স্বাস্থ্য সংস্থা ২৬ নভেম্বর থেকে এই তথ্য পর্যালোচনা শুরু করেছিল। এর পর ২৪ সদস্যের একটি কমিটি সর্বসম্মতিক্রমে এর ব্যবহার অনুমোদনের জন্য ভোট দেয়। এখন পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাহরাইন ফাইজারজার-বায়োনটেক জ্যাব অনুমোদন করেছে।

    পেরু সাময়িকভাবে চীনা কোভিড-১৯ টীকা ‘সিনোফার্ম’ এর ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছে:
    ১১ ডিসেম্বর পেরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তার একটি পরীক্ষামূলক স্বেচ্ছাসেবকের স্নায়বিক সমস্যা সনাক্ত করার পর বলেছে যে তারা চীনা ওষুধ ফার্ম ‘সিনোফার্ম’ দ্বারা নির্মিত কোভিড-১৯ টীকার ক্লিনিক্যাল ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করেছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রধান গবেষক জার্মান মালাগা বলেন যে একজন স্বেচ্ছাসেবকের শারীরিক অসুবিধার কারণে এই ট্রায়াল বিঘ্নিত হয়েছে। তিনি যোগ করেন যে এই লক্ষণগুলো গুইলেইন-ব্যারে সিন্ড্রোম নামের একটি অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

    তেলেঙ্গানা করোনা টীকা বিতরণের জন্য রাজ্য থেকে মণ্ডল পর্যায়ে কমিটি গঠন করেছে:
    কোভিড-১৯ টীকা বিতরণের প্রস্তুতি নিতে তেলেঙ্গানা সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রুপের অগ্রাধিকার সহ পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য রাজ্য, জেলা এবং মণ্ডল পর্যায়ে কমিটি গঠন করেছে। সরকারি আদেশে বলা হয়েছে, কমিটিগুলো কোভিড-১৯ টিকা প্রস্তুত ও বাস্তবায়ন সংক্রান্ত সকল দিক পর্যালোচনা করবে।

    কুম্ভের জন্য স্পেশাল কোভিড-১৯ অফিসার নিয়োগ করা হবে:
    ২০২১ সালের হরিদ্বার কুম্ভমেলার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত শনিবার কর্মকর্তাদের একজন বিশেষ ২০২১ সালের হরিদ্বার কুম্ভমেলার জন্য অফিসার মোতায়েন করতে বলেছেন। অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করে রাওয়াত কুম্ভমেলার কর্মকর্তা এবং গাড়োয়াল কমিশনারকে যথাক্রমে দুই কোটি ও পাঁচ কোটি টাকা পর্যন্ত কাজ অনুমোদনের অনুমতি দেন।

    করোনাভাইরাস টীকা’র ভুল তথ্য মোকাবেলায় গুগল তথ্য প্যানেল চালু করেছে:
    করোনাভাইরাস টীকা নিয়ে চতুর্দিকে ভুল তথ্য ছড়িয়ে পড়া বন্ধ করতে গুগল সম্প্রতি ঘোষণা করেছে যে তারা অনুসন্ধানে একটি নতুন তথ্য প্যানেল চালু করছে। একটি ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন বলেছে যে যুক্তরাজ্যই প্রথম দেশ যারা এই ফিচারটি পাবে কারণ তারা ইতিমধ্যে দেশে গণটিককরণের জন্য ফাইজার/বায়োনটেক টীকা প্রদান করা শুরু করেছে। গুগল প্রতিশ্রুতি দিয়েছে যে তারা অন্যান্য দেশেও নতুন ফিচার চালু করবে, যখন তারা টিকা অনুমোদন করতে শুরু করবে।

    উত্তরাখণ্ড ভিলেজ টেস্ট এ ৩৯ জন করোনা পজিটিভ:
    কর্মকর্তারা জানান, শনিবার সেখানে বসবাসকারী ৩৯ জন লোক এই ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করার পর উত্তরাখণ্ডের পৌরি জেলার একটি গ্রামকে কোভিড -১৯ নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণা করা হয়। পাউরির চিফ মেডিক্যাল অফিসার মনোজ শর্মা জানান, স্বাস্থ্য বিভাগ পোখদা ব্লকের সিলেথ গ্রামসিল করে দিয়েছে এবং এটিকে একটি নিয়ন্ত্রণ এলাকা হিসেবে ঘোষণা করেছে।

    অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সিওভিড টীকা আগামী বছরের প্রথমার্ধে পাওয়া যাবে:
    শনিবার অ্যাস্ট্রাজেনেকা কান্ট্রি প্রেসিডেন্ট গগনদীপ সিং বলেন, আগামী বছরের প্রথমার্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা দেশে পাওয়া যাবে। শিল্প চেম্বার ফিকির ৯৩তম বার্ষিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান মহামারীতে এই টিকা ব্যাপকভাবে, ন্যায্যভাবে এবং সময়োপযোগী উপায়ে উপলব্ধ করতে হবে। পুনে ভিত্তিক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টীকা প্রার্থী কোভিশিল্ডের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে।

    কেরালায় বিনামূল্যে কোভিড-১৯ টীকা প্রদান:
    কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন যে সে রাজ্যে বিনামূল্যে কোভিড-১৯ টীকা প্রদান করা হবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...