দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রাজা জন ভুরপুতুর চারি, এই নামটি স্মরণে রাখতে হবে আমাদের। কারণ ভারতীয় হিসেবে রাজাই প্রথম যে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে। রাজা হল আমেরিকান এয়ার ফোর্সের এক কর্ণেল। ভারতীয় বংশোদ্ভূত রাজাকে নাসা নির্বাচিত করেছে তাদের লুনার মিশনের জন্য। এছাড়াও রাজা আর্টেমিস গ্রুপে নথিভুক্ত হয়েছে। যে আর্টেমিসকে নাসা চাঁদ এবং তারও পরের মহাকাশ ভ্রমণে পাঠাতে ইচ্ছুক।


এই নতুন চন্দ্রাভিযানে নাসা এক কথায় চাঁদের মাটিতে মানুষের ঘর সংসার পাতানোর বন্দোবস্ত করছে। ২০২৪ সালে এই চন্দ্রাভিযান শুরু হবে এবং নাসা কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই দশকের শেষের মধ্যে তারা একটি স্বয়ংসম্পূর্ণ কলোনি তৈরি করে ফেলবে চাঁদের মাটিতে।
আরো পড়ুনঃ দেশ-বিদেশের কোভিড-১৯ নিয়ে ‘নয়’টি গুরুত্বপূর্ণ আপডেট, শঙ্কা নয়, সতর্ক থাকুন
নাসা এই মহাকাশ অভিযানের দল গঠন করেছে তাতে একমাত্র ভারতীয় হিসেবে আছেন এমআইটির স্নাতক তেতাল্লিশ বছরের রাজা চারি। রাজা ২০১৭ সালে নাসার অ্যাস্ট্রোনট মিশনের অন্তর্ভুক্ত হয়। তারপর ক্রমশ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে তাকে নির্বাচিত করা হয়। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে নাসার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এদিন আর্টেমিসকে উদ্দেশ্য করে এক ভাষণে তাদের আগামী পৃথিবীর ‘নবপ্রজন্ম’ বলেছেন। প্রসঙ্গত এই আর্টেমিস টিম হল নাসার পরবর্তী সবরকমের মহাকাশ অভিযাত্রীরা, যাদের কে নিয়ে নাসা পরপারের বিশ্বে হানা দেবে।
এই আর্টেমিসে সর্বমোট ৪০ জন আছে, যাদের মধ্যে ভারতীয় বংশোদ্ভুত রাজা চারি অন্যতম। এই টিম নির্বাচনে নাকি নাসা প্রায় ৪ বছর সময় লাগিয়েছে ও অবশেষে গত বুধবার অষ্টম ন্যাশনাল স্পেস কাউন্সিলের অধিবেশনে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। এই আর্টেমিস মিশনের অর্ধেক মহিলা ও অর্ধেক পুরুষ অভিযাত্রী। এদের মধ্যে আছেন ক্রিস্টিনা কউচ্ ও জেসিকা মেইর্ যারা ২০১৯ সালে প্রথম অল-ফিমেল স্পেস ওয়াক করেন। নাসা তাদের আগামী লুনার মিশন নিইয়ে খুবই আশাবাদী।