29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    তাহলে কী খুব শিগগিরই সমুদ্রের জলের নিচে যেতে চলেছে দিঘা-কলকাতা-ওড়িশা-চেন্নাই

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিশ্ব উষ্ণায়ণের জন্যে প্রতিদিন হু হু করে গলছে বরফ। এর প্রভাবে ক্রমশ বেড়ে চলেছে সমুদ্রের জলস্তর। সমীক্ষায় যে তথ্য উঠে আসছে তা অত্যন্ত ভীতির। মাত্র ১ বছরেই গ্রীনল্যান্ডের ৫৩২ টন বরফ গলে গিয়েছে। পরিসংখ্যান বলছে, প্রতিদিন হ্যাঁ প্রতিদিন সমুদ্রের জল বাড়ছে ৩০ লক্ষ টন করে। এর অর্থ, প্রতি সেকেন্ডে ছ’টি করে অলিম্পিকের সুইমিং পুলের সমান জল বাড়ছে সমুদ্রে। এই পরিসংখ্যান হাতে আসার আগেই, নাসা (NASA)-র পাঠানো উপগ্রহ ছবিতে দেখা গিয়েছিল আন্টার্কটিকার বরফের চাদর প্রায় ২০% গলে গিয়েছে।

    পরিবেশ বিজ্ঞানীদের মতে বিশ্ব উষ্ণায়নের জেরেই এই বরফ গলছে। উপগ্রহ চিত্র মারফত পাওয়া ছবি অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসের শুরুর ৯ দিনে তীব্র তাপপ্রবাহ চলেছিল। যার ফলেই এই অবস্থা হয়েছে আন্টার্কটিকার উত্তরে। শুধু তাই নয় এই প্রথমবার আন্টার্কটিকার উত্তরের যে অঞ্চলগুলি কখনওই বরফের কারনে দেখা যেতো না সেগুলো এই মাত্র ৯ দিনের তাপপ্রবাহের কারণে উন্মুক্ত হয়েছিল। ইতিমধ্যেই সমস্ত বরফ গলে বেরিয়ে আসছে স্বচ্ছ জলের ধারা।

    গলে যাওয়া বরফের ওপরে অসহায় পেঙ্গুইন। ছবি : নেচার পত্রিকা

    উল্লেখ্য এই চলতি মাসের শুরুর দিকে রেকর্ড উষ্ণতম দিনের সাক্ষী হয় আন্টার্কটিকা। তাপমাত্রা পৌঁছে যায় ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে। ওই দিন আমেরিকার লস এঞ্জেলেসেও একই তাপমাত্রা ছিল। বিজ্ঞান পত্রিকা ‘‌নেচার’‌-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্ব উষ্ণায়নের ফলে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত, গত পাঁচ বছরে অ্যান্টার্কটিকার বরফের স্তর তিন গুণ বেশি গলে গিয়েছে।

    বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আন্টার্কটিকায় প্রতি বছর ২৪১ বিলিয়ন টন বরফ গলেছে ফলে সব সমুদ্রেই বাড়ছে জলস্তর। অথচ, ১৯৯২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অ্যান্টার্কটিকায় প্রতিবছর বরফ গলেছিল ৮৪ বিলিয়ন টন। অনুমান করা হচ্ছে এই শতকের শেষের দিকে অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রের জলস্তর ১৬ সেন্টিমিটার বাড়তে পারে।

    খুব শিগগির বদলে যাবে এই দৃশ্য। ছবি: দ্য ক্যালকাটা মিরর. কম

    নাসার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই আন্টার্কটিকার ঈগল আইল্যান্ডের চূড়ার চার ইঞ্চি বরফের আস্তরণ গলে গিয়েছে। যার কারণ হিসেবে ক্রমবর্ধমান উষ্ণতাকেই দায়ী করা হচ্ছে। জিওলজিস্ট মৌরী পেলটো (ম্যাসাচুসেটসের নিকোলস কলেজে) অবজারভেটরিকে জানিয়েছেন, ‘আন্টার্কটিকায় এত তাড়াতাড়ি গলে যাওয়া মিষ্টি জলের পুকুর কখনও এর আগে দেখিনি। এ ভাবে বরফ গলে যাওয়ার দৃশ্য আলাস্কা ও গ্রিনল্যান্ডে দেখা গেলেও তা আগে কখনও হয়নি আন্টার্কটিকায়।’

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...