দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের পুত্র তেজস ঠাকরের পরিবেশকর্মী হিসেবে যে নামডাক আছে, তা অনেকেরই জানা। এবার তেজস ঠাকরে আর কয়েকজন গবেষক মিলে আবিষ্কার করলেন স্বাদুজলে বসবাসকারী “অন্ধ” ইল মাছের এক প্রজাতিকে। হ্যাঁ, এই প্রজাতির ইল মাছের কোনো চোখ নেই। শুধু তাই নয়, এদের নেই কোনো লেজ বা গায়ের আঁশ।
আরও পড়ুন : পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঈগলের জীবাশ্ম খুঁজে পেলেন বিজ্ঞানীরা
তার থেকেও মজার বিষয় হল এই মাছটি থাকে মাটির তলায়। না এতটাও অস্বাভাবিক নয় যতটা শুনতে লাগছে। আসলে এরা থাকে ভূ-গর্ভস্থ জলে। এই অন্ধ ইলের প্রজাতিটিকে পাওয়া গেছে মহারাষ্ট্র ও পশ্চিমঘাট পর্বতমালার উত্তরাংশে। মুম্বাইতে পূজিতা দেবী মুম্বা দেবীর নামে বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে রাকথামিকথিস মুম্বা।
রাকথামিকথিসের অন্যান্য প্রজাতির থেকে এই অন্ধ ইলের প্রজাতি সম্পূর্ণ আলাদা। ঠাকরের কথায় জিনগত দিক থেকে দেখলে রাকথামিকথিসের এই প্রজাতির ইল মাছটি, (রাকথামিকথিসের) অন্য প্রজাতির ইল মাছের থেকে ২১.৬ থেকে ২২.৪ শতাংশ পার্থক্য আছে।
এই নতুন প্রজাতিটি রাকথামিকথিসের অন্তর্গত পঞ্চম প্রজাতি, যাদের ভারতবর্ষে এ যাবৎ পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের যোগেশ্বরী অঞ্চলে একটি স্কুলের কুঁয়োতে পাওয়া গেছে এই অন্ধ ইলের প্রজাতিকে। আর অদ্ভুতভাবে এই স্কুলটিও অন্ধ শিশুদের জন্যেই বানানো।
আরও পড়ুন : বেসরকারী নির্মানপ্রকল্পের দৌরাত্ম্যে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে গোদাবরী নদী উপত্যকা
তেজস ঠাকরের বক্তব্য, কেবল ভূগর্ভের উপরিস্থ জল দূষণ রোধ করাই নয়, আমাদের খেয়াল রাখা উচিত ভূগর্ভের নীচের জলস্তরও যেন দূষিত না হয় বা জলস্তর যেন নেমে না যায়। যদি তা হতে থাকে, অনেক প্রাণীর মতও এই অদ্ভুত বৈশিষ্ট্যের প্রাণীগুলিকেও আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলবো।
(ছবি: তেজস ঠাকরে)