দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ
ইতিমধ্যেই উত্তর ভারতের বিভিন্ন অংশে তুমুল বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হয়েছে জনজীবন। মারা গেছে বহু পর্যটক, যাদের মধ্যে বাঙালীরাও আছেন। বেশ কিছুদিন আগেও আমরা দেখেছি উত্তরবঙ্গ এবং সিকিমের বিভিন্ন অংশ প্রচন্ড ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়েছে। এই মুহুর্তে আবহাওয়ার পূর্বাভাস বলছে উত্তর ভারতে এই বছর তাপমাত্রার পারদ নামবে তিন ডিগ্রীর নীচে। শুধু তা-ই নয়, তুষারপাত শুরু হবে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে।
আবহাওয়াবিদদের মতে এই সব কিছুর কারণ লা নিনা।
আরও পড়ুনঃ ফের নিম্নচাপের ভ্রুকুটি , বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
লা নিনা কীভাবে প্রভাবিত করছে ভারতীয় আবহাওয়া?
লা নিনা জলবায়ুজনিত একটি ঘটনা, যার ফলে প্রশান্ত মহাসাগর থেকে ঠান্ডা বাতাস ছুটে আসে। আর এই ঠান্ডা বাতাস বঙ্গোপসাগরে এসে নিম্নচাপ সৃষ্টি করে। আর তার ফলেই ভারতের উত্তরাংশে বৃষ্টিপাত হচ্ছে ও তাপমাত্রা নেমে যাচ্ছে স্বাভাবিকের থেকে অনেক নীচে।
আরও পড়ুনঃ রাজ্যে হালকা শীতের আমেজ , কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা
এরই মধ্যে ধৌলধরে ভারী তুষারপাত হয়েছে। মাঝারি তুষারপাত হয়েছে গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁও, সোপিয়ান এলাকায়। এমনকি লাদাখের বিভিন্ন অংশে তুষারপাত ঘটেছে৷
কিন্তু লা নিনা কী?
স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখা বরাবর পশ্চিম দিকে বাতাস বয়। ফলে প্রশান্ত মহাসাগরের অপেক্ষাকৃত উষ্ণ জল দক্ষিণ আমেরিকা থেকে এশিয়ার দিকে প্রবাহিত হয়। আর এই গরম জল বয়ে গেলে, তার শূন্যস্থান পূরণ করতে মহাসাগরের গভীর থেকে উঠে আসে ঠান্ডা জল। এই ঘটনাকে বলে লা নিনা। লা নিনার ফলে যে বায়ু প্রবাহিত হয়, তা প্রশান্ত মহাসাগরের সেই অপেক্ষাকৃত উষ্ণ জলকে এশিয়ার দিকে ঠেলে দেয়, ফলে এই উষ্ণ জলের অনেকটা অংশই ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে।