দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গ্ৰহ, উপগ্ৰহের পর এবার গ্ৰহানু নিয়ে গবেষণা চালাতে শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আজ পৃথিবীর কাছাকাছি অবস্থিত একটি গ্ৰহানুর উদ্দেশ্যে ডার্ট নামক একটি রকেট পাঠিয়েছে নাসা। নাসার এই মহাকাশ অভিযানের নাম নাম দেওয়া হয়েছে ‘ডার্টমিশন’। গ্ৰহানুটির গতিপথ বদল করার জন্যেই এই রকেটটি ছোড়া হয়েছে বলে জানা গেছে।
আজ রাত ১টা ২৩ মিনিটে ‘ফ্যালকন ৯’ নামক রকেটে পাড়ি দিয়েছিল ‘ডার্ট’ বা ‘ডাবল অ্যাস্টেরয়েড রিডায়রেকশন টেস্ট’। ঘন্টায় ২৪ হাজার কিলোমিটার সম্পন্ন এই রকেট দ্রুতই ঐ গ্ৰহানুতে পৌঁছে যাবে বলে জানা গেছে।
আরও পড়ুন : দিল্লির দূষণ নিয়ে এবার কেজরিওয়াল সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট
আসলে বহু যুগ আগে এক গ্ৰহানু আছড়ে পড়েছিল পৃথিবীতে। যার ফল পৃথিবী থেকে বিদায় নিয়ে ছিল ডাইনোসরেরা। সেই কারণেই বৈজ্ঞানিক চেষ্টা করেছেন এই ধরনের গ্ৰহানুকে ধ্বংস করার বা গতিপথ বদল করা যায়। ভবিষ্যতে পৃথিবীর কথা ভেবেই এই পরীক্ষা চালানো হয়েছে। এখন দেখা যাক কতটা সফল হয় এই পরীক্ষা।