দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত দেড় বছরে মানুষের জীবনযাপনে এক বিরাট পরিবর্তন এনেছে করোনা ভাইরাস। সংক্রমণের ভয়ে এখন সকলকেই কোভিড প্রোটকল মেনে চলতে হয়। আসলে করোনা সংক্রমণের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মানুষের লালা রস। মুখের লালা থেকেই ছড়ায়ে এই ভাইরাস। সেই কারণেই মাস্ক পড়ে চলতে হচ্ছে দেশ তথা সারা বিশ্বের মানুষ। সেই কারণেই এবার এক আশ্চর্য চিউয়িং আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এই চিউয়িং আটকাতে পারবে করোনা এমনই বিজ্ঞানীদের।
বিজ্ঞানীদের আবিষ্কার করা এই গামটিতে রয়েছে প্রচুর পরিমাণে এসই-২ প্রোটিন ও ক্যালসিয়াম ও বাইকার্বনেটের মতো পদার্থ যা মুখের ভিতরের ক্ষতিকর ব্যাক্টেরিয়াকে কমিয়ে দেয় যাতে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। মাত্র ৫০ মিলি গ্ৰাম ওজনের এই চিউয়িং গাম গুলি খেলে ৯৫ শতাংশ পর্যন্ত কমতে যেতে পারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
এই চিউয়িং গামটি আবিষ্কার করেছেন আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ঐ গবেষকদের ধারণা সংক্রমণ রুখতে এই চিউয়িং গামটি একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে প্রমাণিত হবে। যদিও এখনও নিজের কার্যকারীতা প্রমাণ করতে পারেনি এই চিউয়িং গাম।