দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
যাজক নিয়োগ করেছে NASA। কেন নিয়োগ করা হয়েছে সেবিষয়েও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিরর। ভবিষ্যতে ভিনগ্রহীদের মুখোমুখি হওয়ার সম্ভবনা থেকেই সিদ্ধান্ত। তাঁর কাজ হবে, সাধারণ মানুষকে এমন ভাবে তৈরি করা যাতে এলিয়েনদের দেখেও সাধারণ মানুষ যেন ঘাবড়ে না যায়। NASA-র পরিকল্পনা, বিশ্ববাসীকে প্রস্তুত করতেই যাজকের সাহায্য নেওয়া হচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যাঁকে নিয়োগ করা হয়েছে তার নাম Dr Andrew Davidson। যিনি একজন যাজক। তাঁর আরও একটি পরিচয় রয়েছে , থিওলজিয়ান হিসেবেও কেমম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। বায়ো কেমিস্ট্রিতে তাঁর ডিগ্রিও রয়েছে। বর্তমানে NASA তাঁকে নিয়োগ করেছে। আগামী বছর তাঁর বই প্রকাশ করা হবে।
Technotrenz নামে একটি জার্নালে প্রকাশ, পৃথিবীর বাইরে এবং পৃথিবীর চারপাশে কী ধরনের ধর্মভাব রয়েছে এবং ভিনগ্রহীরা তা শোনার পর কী ধরনের আচরণ করে তা বোঝার চেষ্টা করা হচ্ছে। NASA-র কাছে রয়েছে James Webb Space Telescope। শুধু তাই নয়, ওই টেলিস্কোপটি ইতিমধ্যে একটি মহাকাশযানের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে।
শুধু তাই নয় টেলিস্কোপটি পৃথিবীর বাইরে কোনও প্রানের অস্তিত্ব রয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করবে। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পবেষণা করছে NASA। তাদের গবেষণার বিষয়বস্তু ভিনগ্রহী প্রাণী। গবেষণায় সফল হলে ভিনগ্রহের প্রাণ সঞ্চার নিয়ে অনেক কিছু জানা সম্ভব।