দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু। এই গ্রহাণুর ব্যাস প্রায় ১.৩ কিলোমিটার। আগামী মাসে পৃথিবীর বেশ কাছাকাছি দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে সুবিশাল গ্রহাণু। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, গ্রহাণুর মধ্যে ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। প্রায় ৪.৫ মিলিয়ন কিলোমিটার কাছে আসবে এই গ্রহাণু। অর্থাৎ যখন পৃথিবীর পাশ দিয়ে এই গ্রহাণু ধাবিত হবে তখন ওই গ্রহাণু আর পৃথিবীর মধ্যে ৪.৫ মিলিয়ন কিলোমিটার দূরত্ব বজায় থাকবে।
যদিও বিজ্ঞানীরা বলেছেন সুবিশাল গ্রহাণুর মধ্যে ক্ষয়ক্ষতি করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু তার সঙ্গে বলা হয়েছে যে পৃথিবীর বেশ কাছাকাছি দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও এর থেকে কোনও সমস্যা হওয়ার বা বিপদ ঘটার সম্ভাবনা নেই। কারণ পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় পৃথিবী থেকে এই গ্রহাণুর যা দূরত্ব থাকবে তা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ১৩ গুণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ঘণ্টায় ২৬,৮০০ মাইল গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসবে এই গ্রহাণু। আগামী ৪ মার্চ এই ঘটনা ঘটবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।