দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আবারও সূর্যকে ‘স্পর্শ’ করতে চলেছে নাসার সৌরযান ! গত বছর ইতিহাসে প্রথম এই কীর্তি গড়েছিল NASA। আগামী ২৫ ফেব্রুয়ারি ইতিহাসের নয়া অধ্যায় রচনা করতে চলেছে তারা। তা দেখা যাবে পৃথিবী থেকেও।
গত ২০১৮ সালে সূর্যের উদ্দেশে যাত্রা করেছিল পার্কার। সূর্যের নানা ছবি পাঠাতে দেখা গিয়েছে সেটিকে। যা সূর্য সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অনেক সাহায্য করছে বলেই মত বিজ্ঞানীমহলের। সূর্যের একেবারে করোনা অঞ্চলে প্রবেশ করেছিল সেটি। এবার ২৫ ফেব্রুয়ারি ফের নয়া ইতিহাস রচনা করতে চায় পার্কার। সূর্যের ৮৫ লক্ষ ২৯ হাজার ৫২৩ কিলোমিটারের মধ্যে পৌঁছবে নাসার যান।