দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বড় ঘটনা ঘটতে চলেছে , রীতিমতো উদ্বিগ্ন সারা বিশ্বের বিজ্ঞানীমহল। চাঁদের সঙ্গে ধাক্কা লাগতে চলেছে মহাকাশের প্রায় ৩ টন আবর্জনা বহনকারী রকেটের ধ্বংসাবশেষের। আর চিন্তিত মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা দাবি করেছেন , ৪ মার্চই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটতে পারে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন , এমনটা হলে চাঁদে প্রায় ১০ থেকে ২০ মিটারের একটি গর্ত তৈরি হতে পারে। সেই গর্তের ফলে মহাকাশে তার কী প্রভাব পড়তে পারে, তা বুঝতে কয়েক সপ্তাহ বা কয়েক মাসও লেগে যেতে পারে।
২০১৪ সালে লুনার মিশনের অংশ হিসেবে মহাকাশে রকেট পাঠিয়েছিল চিন। বিজ্ঞানীরা দাবি করছেন , এটি সেই রকেটের ধ্বংসাবশেষ। যদিও দাবি সম্পূর্ণ ভাবে নস্যাৎ করেছে বেজিং। শি জ়িনপিংয়ের দেশটি পরিষ্কার জানিয়ে দিয়েছে , রকেট তাঁদের দেশের নয়। বিজ্ঞানীর এটিকে ফ্যালকন-নাইন স্পেস বলে দাবি করেছিলেন। পরে সেই ধারণা ভুল বলে প্রমাণিত হয় এবং বিজ্ঞানী বিল গ্রে দাবি করেন যে, মহাকাশ যানটি আসলে চিনের।
বিজ্ঞানীমহল আশঙ্কা করছে যে, শুক্রবার, ৪ মার্চ প্রায় ৯,৩০০ কিলোমিটার বেগে চাঁদের দূরবর্তী অংশে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়তে পারে যা টেলিস্কোপেরও চোখ এড়িয়ে যাবে খুব সহজেই।