দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পৃথিবীর সামনে কি ঘোর সংকট? পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু। জ্যোর্তিবিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী পয়লা এপ্রিল একেবারে পৃথিবীর কাছে এসে পড়বে। আয়তনে দিল্লির কুতুব মিনারের থেকে ৩.৫ গুণ বড় এই গ্রহাণু। জ্যোর্তিবিজ্ঞানীদের আভাস, একেবারে পৃথিবীর গা ঘেঁষে বেরোবে।
NASA-র তরফে জানানো হয়েছে ওই গ্রহাণুর নাম Dubbed 2007 FF1। গ্রহাণুটি সাধারণ গ্রহাণু থেকে অনেকটাই আলাদা। কারণ এটির আয়তন বিরাট। আয়তনে দিল্লির কুতুব মিনারের তুলনায় সাড়ে তিনগুণ বড়। জানা গিয়েছে, ওই গ্রহাণুটি চওড়ায় ২৬০ মিটারেরও বেশি চওড়া। ১ তারিখ এটি পৃথিবীর একেবার কাছে এসে পড়বে।
বিজ্ঞানীদের আভাস অনুযায়ী, পৃথিবীর কাছে এলেও আমাদের গ্রহে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই গ্রহাণুটির। সেদিন এর গতিপথের সঙ্গে পৃথিবীর দূরত্ব দাঁড়াবে মাত্র ৭৪,২৩,০৪৬। যেহেতু এটি পৃথিবীর একদম কাছাকাছি চলে আসবে তাই এটিকে NEO বলা হয়েছে। পৃথিবীর দিকে প্রায় ৪৬,১৮৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে আসছে গ্রহাণুটি।