দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দেশের মহাকাশ সংস্থার জন্য একটা স্মরণীয় বছর হতে চলেছে 2023। চলতি বছরে ISRO একাধিক আন্তঃগ্রহ মিশনের লক্ষ্য নিয়েছে। গত শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এবার সূর্যমিশনে যেতে চলেছে ISRO। চলতি বছরের অগস্টের শেষ দিকে সৌর বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য একটি পোলার স্যাটেলাইট রকেট পাঠাতে চলেছে তারা। সূর্যমিশনের জন্য আদিত্য L1 নামক একটি করোনাগ্রাফি স্যাটেলাইট পাঠানো হবে বলে জানা গিয়েছে।
ISRO-র তরফ থেকে বলা হয়েছে, মহাকাশযানটিকে সূর্য-পৃথিবী সিস্টেমের প্রথম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। L1 পয়েন্টের চারপাশে থাকা স্যাটেলাইটের একটা বিশেষ সুবিধা রয়েছে। তা হল, কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে অবিচ্ছিন্ন ভাবে দেখার। এখন ISRO-র তরফে আদিত্য L1 মিশন সম্পন্ন করা হবে ঠিক এমনই একটা সময়ে যখন চন্দ্রযান-3 মহাকাশযান দ্বারা বহন করা ল্যান্ডারটি চন্দ্রের মাটিতে অবতরণ করবে। জানা গিয়েছে, 23 অগস্ট চন্দ্রযানটি চাঁদের মাটিতে অবতরণ করবে। তার ঠিক পরেই এই সূর্যমিশনটি হতে চলেছে বলে খবর।
গত শুক্রবার ISRO তার LVM3 রকেট ব্যবহার করে চন্দ্রযান-3 মহাকাশযানটিকে কক্ষপথে প্রবেশ করিয়েছে। ইসরো চেয়ারম্যান এস. সোমানাথ বলছেন, 23 অগস্ট ল্যান্ডারটি সন্ধে 5টা 47 মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে।