দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাঙালি বিজ্ঞানীর হাত ধরে করোনা ভাইরাস সংক্রমণ খুঁজবেন ফেলুদা! বাজারে আসছে ‘ফেলুদা টেস্ট কিট’। এর আগে করোনা টেস্ট করার জন্য ছুটতে হত করোনার হসপিটালগুলিতে, তাতে খরচা ছিল বেশী সাথে সংক্রমিত হবার ভয়ও। অবশেষে সমস্যার সমাধান হলো।
দুই বাঙালি বিজ্ঞানীর তৈরি করা করোনা টেস্ট কিট বাজারে আনার অনুমতি পেল টাটা গোষ্ঠী। কিটের দাম ধার্য করা হয়েছে ৫০০ টাকা। টেষ্ট কিট’টি তৈরি করেছেন,
দিল্লির CSIR-IGIB বা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চেস ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টেগ্রেটিভ বায়োলজি। এই সংস্থার দুই বাঙালি বিজ্ঞানী শৌভিক মাইতি এবং দেবজ্যোতি চক্রবর্তী’র কৃতিত্ব এই টেষ্ট কিট আবিস্কারের।
এই টেস্ট কিট তৈরী হলেও তার নাম কি রাখা হবে এই নিয়ে যথেষ্ট ধন্দ্ব ছিল। অবশেষে সত্যজিৎ রায়ের আয়কনিক ‘ফেলুদা’ চরিত্রের নামেই এই টেস্ট কিটের নামকরণ করা হয় ‘ফেলুদা টেষ্ট কিট’। সমস্ত পরীক্ষায় উত্তীর্ন হবার পর, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই টেস্ট কিটকে বাজারে আনার অনুমোদন দিয়েছে।
এই কিট বাজারজাত করার দায়িত্ব নিয়েছে টাটা গোষ্ঠী। CRISPR সূত্রে খবর টেস্ট কিটে এই প্রথম করোনা ভাইরাস নির্ণয়ে Cas9 নামক এক বিশেষধরনের প্রোটিনের ব্যবহার করা হবে। এছাড়াও ভবিষ্যতের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এই CRISPR প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।
কম খরচে দেশের প্রত্যেক মানুষের কাছে করোনা টেস্ট কিট পৌঁছে দেবার জন্য CSIR-IGIB এবং ICMR-এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে টাটা গোষ্ঠী। কম
দামের পাশাপাশি এই টেস্ট কিটগুলির প্রয়োগ বিধিও যথেষ্ট সহজ। এর সাথে কিছুটা প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহারের সাদৃশ্য রয়েছে। লালারস এই কিটের নির্দিষ্ট স্থানে এক ড্রপ দিলেই কিছুক্ষণের মধ্যেই পজিটিভ না নেগেটিভ তা দেখিয়ে দেবে।