34 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    আজ বিকেলে যৎসামান্য দূরত্বের ব্যাবধানে পৃথিবীর কান ঘেঁষে বেরোবে এক গ্রহাণু, জানালো নাসা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার, ভারতীয় সময় অনুসারে বিকেল পৌনে পাঁচটা -য় পৃথিবীর একেবারে কান ঘেঁষে বেরোবে এক গ্রহানু। নাম ‘২০২০ এসডব্লিউ’। নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরির ‘সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ’-এর অধিকর্তা পল কোডাস বলেছেন,”এমন ধরণের ছোটখাটো গ্রহাণু প্রচুর পরিমাণে রয়েছে পৃথিবীর কাছে পিঠে। এদের বলা হয় নিয়ার-আর্থ অবজেক্টস। নিজের কক্ষপথে প্রদক্ষিণের সময় সেই কাছে পিঠের মুলুক থেকে বছরে বেশ কয়েক বার বহু গ্রহাণু এই ভাবে এসে পড়ে পৃথিবীর কাছাকাছি। তাদের মধ্যে বছরে একটা কি দু’টোর সঙ্গে সংঘর্ষ হয় আমাদের বায়ুমণ্ডলের”।

    আজ বিকেলে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে একটা গ্রহাণু বা ‘অ্যাস্টারয়েড’। গত বছরের সেপ্টেম্বরে অ্যারিজোনায় নাসার ক্যাটলিন স্কাই সার্ভে অব জারভেটরি এই গ্রহাণুটির প্রথম হদিশ পায়। এই গ্রহাণুটি যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে তখন ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ হাজার মাইল বা ২২ হাজার কিলোমিটার সহ দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরের উপর থাকবে।

    পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা ভূ-সমলয় উপগ্রহ (জিওস্টেশনারি স্যাটেলাইট)গুলি ভূ-পৃষ্ঠ থেকে মোটামুটি ২২ হাজার মাইল বা ৩৬ হাজার কিলোমিটার উপরে রয়েছে যার ফলে নাসার দেওয়া হিসেব অনুযায়ী এই গ্রহাণুটি আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার ভূ-সমলয় উপগ্রহগুলি যেখানে রয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় তার অর্ধেক উচ্চতায় পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে।

    2020SW Meteoroids , image courtesy NASA

    গ্রহাণুটি সম্পর্কে যা যা জানা গিয়েছে তা হলো, এই গ্রহাণুটির ঔজ্জ্বল্য চওড়ায় বড়জোর ১৫ থেকে ৩০ ফুট বা ৫ থেকে ১০ মিটার হবে। যার চেহারাটা একটি ছোট স্কুলবাসের মতো। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন,’মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জ বা ‘অ্যাস্টারয়েড বেল্ট’ থেকে কিন্তু আসেনি এই গ্রহাণুটি। এসেছে পৃথিবীর অনেক কাছেপিঠের এলাকা থেকে। তাই এদের নাম নিয়ার-আর্থ অবজেক্ট বা এনইও’।

    নাসার তরফে জানানো হয়েছে, ‘গ্রহাণুটির যা গতিপথ তাতে পৃথিবীকে ধাক্কা মারার কোনও সম্ভাবনাই নেই। যদি তা থাকতও তা হলেও আকারে খুবই ছোট বলে তেমন কোনও ক্ষয়ক্ষতিও হতো না আমাদের। আমাদের বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে তা জ্বলে-পুড়ে গিয়ে একটা উজ্জ্বল উল্কার মতো হতো বড়জোর। বা একটা আগুনের গোলা। তার ফলে পরে উল্কাবৃষ্টির ঘটনাও ঘটতে পারতো’। তবে জানা গিয়েছে যে,একুশ (২১) বছর পর অর্থাৎ ২০৪১সালে এই গ্রহাণুটি আবার পৃথিবীর কাছাকাছি ফিরে আসলেও তখন পৃথিবীর এতটা কাছে আসবে না।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...