দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৈশ্বিক মহামারীকে ঠেকানোর জন্যে সারা বিশ্বেই জোর কদমে চলছে টিকা নিয়ে গবেষণা। যার মধ্যে মর্ডেনা নামক সংস্থাও রয়েছে। সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে,’করোনা ভাইরাসের টিকা হিসাবে মর্ডেনার টিকা সব বয়সী শরীরেও সমান ভাবে কাজ করছে। শরীরে অ্যান্টিবডি তৈরি করছে। যেভাবে সদ্য প্রাপ্ত বয়ষ্কদের শরীরে এটি কাজ করেছে, বৃদ্ধের শরীরেও সেভাবেই কাজ করছে’।
গবেষণাটি মূলত একটু বেশি বয়সের মানুষের বিষয়ে করা হয়েছিল। কারণ করোনাতে একটু বয়স বেশি মানু্ষদেরই ঝুঁকি বেশি। একটি বেশি বয়সী মানুষ যাঁদের শরীরে করোনা ভাইরাস জটিলতা তৈরি করতে পারে। এটা সত্যি যে মানুষের শরীরে বয়সের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দেখা গিয়েছে এই টিকা উল্টে মানুষের সেই প্রতিরোধ সেই ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।
এই গবেষণাটি মর্ডেনার ফেজ ওয়ান সেফটি ট্রায়ালের অংশবিশেষ। এই গবেষণায় টিকাকরণের জন্য মূলত দুটি বয়সের মানুষদের বেছে নেওয়া হয়েছে। এক, ১৮ থেকে ৫৫ বছর বয়সের মানু্ষদের মধ্যে, এবং দুই, ৫৫ থেকে ৭১ বা তার বেশি বয়সের মানুষের মধ্যে। এই দু’দলের মানুষের শরীরেই টিকা প্রয়োগ করা হয়েছে। যার ফল ইতিবাচক এসেছে।
উল্লেখ্য, চিকিৎসকরা এর কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়ার কথাও বলেছেন। তারা জানিয়েছেন, এই টীকাকরণের ফলে মাথা ধরা, গায়ে ব্যাথা, প্রভৃতি হতে পারে। তবে মাত্র দুটি ক্ষেত্রে দেখা গিয়েছে টিকা গ্রহীতার শরীরে ভয়ানক প্রতিক্রিয়া হয়েছে। চিকিৎসকরা দেখেছেন, কেবলমাত্র একটি টিকা নিলেই সম্পূর্ণ কাজ হচ্ছে না। প্রাপ্ত বয়স্কদের মধ্যে যাঁদের বয়স বেশি, তেমন মানুষদের ২৮ দিন পর আরও একটি টিকা গ্রহন করতে হচ্ছে। আর সেই টিকায় ওষুধ থাকছে ১০০ মাইক্রোগ্রাম করে।