দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সাধারণত গোয়ার সমুদ্রের তীরে সৌন্দর্যের জন্য বিখ্যাত।এখানে প্রচুর সংখ্যক মানুষ আসেন । তবে এবার সাবধান না হলে মারাত্মক বিপদ হতে পারে। শুনতে অবাক শোনালেও ঘটনা সত্য যে সকলের অত্যন্ত প্রিয় গোয়ার সমুদ্র তীরে ভিড় করেছে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত জেলিফিশ।
গোয়ার সুমদ্রতীরে ব্যাপক হারে ছড়িয়ে পড়া বিষাক্ত জেলিফিশের সংস্পর্শে এসে মাত্র দু’দিনেই আক্রান্ত হয়েছেন ৯০ জন। যারা আক্রান্ত হয়েছেন তাঁদের রীতিমতো চিকিত্সাও করাতে হয়েছে। এসব বিষাক্ত জেলিফিশের ছবি এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
গত দু’দিনে গোয়ার বগা-ক্যালানগুটে সমুদ্র সৈকতে জেলিফিশ হামলার ৫৫ টিরও বেশি ঘটনা সামনে এসেছে। এছাড়া ক্যান্ডোলিম সৈকতেও ১০ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ গোয়াতেও কম পক্ষে ২৫ টি ঘটনা সামনে এসেছে।


বিষাক্ত জেলিফিশের সংস্পর্শে এলে শরীরে ব্যথা হয় এবং সংস্পর্শে আসা দেহের ওই নির্দিষ্ট অংশ অসাড় হয়ে যায়। এক্ষেত্রে আক্রান্তদের দ্রুত প্রাথমিক চিকিত্সার প্রয়োজন পড়ে। সংবাদপত্রের একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে, বগা বিচে ঘটনার পরপরই ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। দ্রুত আক্রান্ত ব্যক্তিকে অক্সিজেন দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেলিফিশ দুই প্রকারের রয়েছে। সাধারণ এবং বিষাক্ত। বেশিরভাগ জেলিফিশ মানুষের কোনও ক্ষতি করে না। এদের সংস্পর্শে এলে খুব বেশি হলে সামান্য জ্বালা হয় তবে বিষাক্ত জেলিফিশের সংস্পর্শে এলে মানুষের ক্ষতি হতে পারে। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে লকডাউনের পরে গোয়ার বিচ খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। এরমধ্যেই এই নতুন বিপদে প্রাণখোলা আনন্দে বিচে যেতে বেশ কিছুটা ভয়ই পাচ্ছেন পর্যটকেরা।