দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:টলোমলো পায়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা হেঁটে চলে বেড়াচ্ছে “বেবি” জিরাফ। সবেমাত্র শনিবারেই আঁতুড়ঘর থেকে চিড়িয়াখানায় পা রেখেছে এই সদ্যোজাত।তারপর থেকে সেই হয়ে উঠেছে গোটা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ।
জানা গেছে সদ্যজাত জিরাফের মায়ের নাম লক্ষী। তাঁর জন্মও হয়েছিল এই চিড়িয়াখানাতেই। গত ২৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম লক্ষ্মী নামের ওই জিরাফ। জন্মের পর গত আটদিন চিকিৎসকদের পরিচর্যায় থাকার পর দর্শকদের সামনে আনা হয় তাকে। চিড়িয়াখানা সূত্রে খবর, বর্তমানে জিরাফ পরিবারের সদস্য সংখ্যা ৯।
করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২ অক্টোবর থেকে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা। আর শীতের আমেজ শুরু হতেই নিউ নর্মালে মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার নিয়ে সোশ্যাল ডিসটেন্স মেনেই দর্শক আসছে চিড়িয়াখানায়।আর উপরি পাওনা হিসাবে এই “বেবি ” জিরাফের দর্শন পেয়ে বেজায় খুশি খুদে দর্শকরাও।