32 C
Kolkata
Monday, March 27, 2023
More

    একটি প্রাণ মানে ১১১ টি গাছ! হ্যাঁ, এমনই রীতি রাজস্থানের একটি গ্রামে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সারা দেশে যখন কন্যা সন্তানদের ওপরে অত্যাচার সেখানে রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে দেখা যাবে সম্পুর্ণ উল্টো চিত্র। এখানে প্রকৃতির অর্থাত্‍ কন্যা সন্তানের আগমনে অন্য রকম উত্সব পালন হয়। এই গ্রামের কোনো ঘরে কন্যা জন্ম নিলে সেই আনন্দে ১১১টি গাছ রোপন করা হয়। আর এই গ্রামেই ডাউরি বা পণ দেওয়া হয় না বরং এই গ্রামে মেয়েদেরকে পরিবারের লক্ষ্মী মেনে ১৮ বছর পার না হলে বিয়ে দেন না। তাদেরকে পর্যাপ্ত শিক্ষাও দেওয়া হয়।

    কিন্তু যে রাজস্থান এক সময়ে কন্যা সন্তান নিধনে এক নম্বর ছিলো, কিভাবে চালু হল এই নিয়ম! ইতিহাস বলছে এই নিয়ম চালু করেছিলেন পিপলান্ত্রি গ্রামের প্রাক্তন গ্রামপ্রধান শায়াম সুন্দর পালিওয়াল। তিনি নিজেই কন্যা সন্তানের পিতা হওয়া উপলক্ষে নিজেই ১১১টি গাছ লাগিয়েছিলেন। তবে তিনি যখন মারা যান তখন মেয়ের বয়সও বেশি না। তবে পালিওয়াল পরবর্তিতে গ্রামপ্রধানের দেখিয়ে যাওয়া পথেই হাঁটা শুরু করে গ্রামের অন্যান্য পরিবার।

    শুধু তাই নয়, এই গ্রামে কোনো পরিবারে কন্যা সন্তান হলে সব পরিবার মিলে তার ভবিষ্যতের জন্যে ছোট একটা ‘ট্রাস্ট’ গঠন করেন। এতে জমা থাকে ৩১ হাজার টাকা। যার এক-তৃতীয়াংশ দেয় করেন মেয়েটার বাবা-মা। মেয়েটার বয়স ২০ বছর হওয়া পর্যন্ত এই অর্থ তার পাশে ‘ফান্ড’ হিসেবে কাজ করে। কেবল এই ‘ট্রাস্ট’ এর জন্যেই মেয়েটি কখনোই নিজেকে তার বাবা-মায়ের ঘাড়ে বোঝা বলে মনে হয় না।

    তবে এই ‘ট্রাস্ট’ এর সুবিধা পেতে মেয়েটির বাবা-মাকে একটি চুক্তি করতে হয়। সেখানে তারা প্রতিজ্ঞা করেন যে, তাদের মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তারা তাকে বিয়ে দেবেন না। পাশাপাশি মেয়েকে পর্যাপ্ত শিক্ষাগ্রহণের ব্যবস্থাও করবেন। সেই সঙ্গে আরো প্রতিজ্ঞা করেন, মেয়ের জন্ম উপলক্ষে লাগানো ১১১টি গাছের যত্নও তারা নেবেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...