দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:মুম্বাইয়ের ভাসি ক্রিকে আচমকাই তিন তনটি ডলফিনের দেখা পেয়ে মুগ্ধ হলেন দর্শককূল। দুটো বেবি ডলফিনের সাথে বড় ডলফিনের খেলা দেখে মুগ্ধ গোটা নেট দুনিয়া। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই টুইটারে বয়ে যায় লাইক , কমেন্ট শেয়ারের বন্যা।
ভিডিওতে ডলফিন গুলো উপকূলের অনেকটাই কাছাকাছি দেখা যায়। ভাসি ক্রিকে প্রথমবার এই বিরল ঘটনার সাক্ষী থেকে রীতিমতো উচ্ছসিত স্থানীয় দর্শকরা।দুটো বেবি ডলফিনের সাথে একটি বড়ো ডলফিনের জলকেলিতে মুগ্ধ নেটিজেনদের কেউ টুইট করে লিখেছেন “ভাসি ক্রিকে ডলফিন… অবিশ্বাস্যকর। ভীষণ সুন্দর। তাই প্রকৃতিই সেরা। “আবার ভাসি ক্রিকের একজন বাসিন্দা লিখেছেন কেউ লিখেছেন “এখানে ডলফিন থাকতে পারে তা কখনও ভাবিনি।”
আরো পড়ুন:কার্শিয়াং, পাহাড়ের রাজকুমারী, বাঙালির আবেগের লিরিক্যাল জার্নি- বাপ্তু মণ্ডল
উল্লেখ্য করোনা সংক্রমণের প্রথম দিকে লকডাউন চলাকালীনও, মুম্বইয়ের মেরিন ড্রাইভে একটি ডলফিনের দেখা মিলেছিল। তখন সেই ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতে দেখা যায়।