এবার বিশ্বের এক বড় বিপদ। সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনালোয়ায় লাভা উৎগিরণ শুরু হয়েছে। গত ৪০ বছরে এই প্রথমবার এমন সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরি। আমেরিকার হাওয়াইতে অবস্থিত এই আগ্নেয়গিরি। রবিবার রাত থেকে লাভা বেরোনো শুরু হয়েছে। অত্যন্ত ভয়ংকর ভাবে লাভা উদগীরণ হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে শুরু হয়েছে। আশপাশে অঞ্চলেও ছিটকে পড়েছ। যদিও নিচের দিকে এখনও নেমে আসেনি এই প্রবাহ।
সোমবার মার্কিন ভূতাত্ত্বিক প্রতিষ্ঠান জানিয়েছে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে পৃথিবীর মানুষের। যেকোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে এই আগ্নেয়গিরি। যদিও এখনো পর্যন্ত আশপাশে লোকজনদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। ওই সংস্থার আরো জানায়,১৮৪৩ সালের পর এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে বড় সক্রিয় আগ্নেয়গিরি এটি। এর আগে ৩৩ বার এই আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসেছে। সর্বশেষ লাভা নিঃসরণ হয়েছে ১৯৮৪ সালে।
ওই সময় ২২ দিন ধরে আগ্নেয়গিরির তাণ্ডব চলেছিল।প্রথম কয়েক দিনে শহর থেকে ৭ কিলোমিটার দূরে সরিয়ে পড়েছিল ওই আগ্নেয়গিরির লাভা। তারপর ধীরে ধীরে ওই আগুন ছরিয়ে পড়তে থাকে শহরে বিভিন্ন প্রান্তে। তবে ওই গবেষণা সংস্থা জানিয়েছে, এই লাভা উদগীরণ দীর্ঘমেয়াদী হতে পারে। এর ব্যাপ্তি শুধু আমেরিকাতেই নয় পার্শ্ববর্তী দেশ গুলিতেও ছড়িয়ে পড়তে পারে। পৃথিবীর অর্ধেক অংশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।