দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মাত্র ৫ মিনিটের মধ্যেই আপনিও আপনার নখকে করে তুলুন ধবধবে সাদা।
আপনার ত্বকের মতো নিয়মিত নখের যত্নও নিন। হাতে-পায়ে পরিস্কার সাদা নখ থাকলে সবার মাঝেও আপনিই নজর কাড়বেন।
হাতের নখ খাবার খাওয়ার সময় বেশ খানিকটা রঙ বদলে হলদেটে হয়ে যায়। কিংবা ঘরকন্নার কাজেও নখ ক্ষয়ে যায় বা ভেঙে যায়। এইসব কিছুকেই এক নিমেষে ঠিক করে নিতে কি করবেন জেনে নিন।
আরো পড়ুন:
স্টেপ-১
একটা বাটিতে অল্প টুথপেস্ট (যেকোনো) নিন। তাতে একটা পাতিলেবু আধখানা করে কেটে নিয়ে তার রসটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। তারপরে একটা দাঁত মাজার ব্রাশ দিয়ে আপনার নখে ওই মিশ্রণটি দিয়ে ভালো করে স্ক্রাব করে একটু উষ্ণ গরম জলে নখ ধুয়ে ফেলুন।
স্টেপ-২
অন্য একটা বাটিতে এক চামচ শুদ্ধ নারকেল তেল নিন তারপরে একটা তুলোর বলের সাহায্যে আপনার নখে তেলটা লাগিয়ে কিছুক্ষণ রেখে আবার একটু উষ্ণ গরম জলে নখগুলো ধুয়ে নিন।
ব্যাস, আপনার ধবধবে সাদা নখের রহস্য জেনে নিলেন। এবার আপনিও হয়ে উঠুন আকর্ষণীয়।