দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাড়িতে জল খাওয়ার জন্য অনেকেই প্লাস্টিকের বোতল ব্যবহার করেন। কিন্তু জানেন কি এই বোতল ব্যবহার করার কি বিপদ? অনেক সময়ই দোকান-বাজার থেকে কিনে আনা পানীয়ের বোতলটি পানীয় শেষ হওয়ার পরে পুনরায় তাকে জলের বোতল হিসেবে ব্যবহার করতে দেখা যায় অনেক মানুষকেই। কিন্তু ওইসব প্লাস্টিকের বোতলে জল খাওয়া মানে আপনাকে মৃত্যুর মুখে নিয়ে যাওয়া।জলই জীবন, কিন্তু ওই প্লাস্টিকের বোতলের জল মৃত্যুর সমান।
প্লাস্টিক বর্জ্য পদার্থ। এরা মাটিতে মেশে না। বরং এরা পরিবেশের ক্ষতি করে। সেই প্লাস্টিক জাতীয় কোনো কিছুই কখনো স্বাস্থ্যকর হতে পারেনা। আপনিও যদি না জেনে থাকেন এর বিপদগুলি তবে জেনে নিন।
আরো পড়ুন: পিরিয়ড মাইগ্রেন! মেয়েদের মেন্সট্রুয়াল মাইগ্রেন এর সমস্যা ও তার প্রতিকার
প্লাস্টিকের বোতলে জল রাখলে BPA নামক এক ধরনের কেমিক্যাল বের হয়ে জলের সাথে মেশে এবং জল খাওয়ার সময় তা আমাদের শরীরে প্রবেশ করে, যার ফলে আপনার ক্যান্সারের মতো মারণ রোগও দেখা দিতে পারে।
কোনো গরম পানীয় বা অনেক্ষণ ধরে প্লাস্টিকের বোতল সূর্যের আলোয় থাকলে ওই জলে ডি অক্সিডেন্ট মিশে আপনার শরীরের অনেক অঙ্গকে বিকল করে দিতে পারে।
এছাড়াও প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরে ক্লোরাইড প্রবেশ করে। যার ফলে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হয়।
চুল পড়া, অনিদ্রা, খাবারে অনিহা, ক্লান্তি জনিত রোগ দেখা দেয় এর ফলে। এমনকি গর্ভবতী মহিলাদের পক্ষে গর্ভপাতের আশঙ্কাও থেকে যায়। শিশুদের বৃদ্ধি আর মস্তিষ্কের বিকাশেও সমস্যা দেখা দিতে পারে। তাই আজই প্লাস্টিকের বোতলে জল খাওয়া বন্ধ করুন আর আপনার আসন্ন বিপদ থেকে নিজেকে বাঁচান।
প্লাস্টিকের বোতলের পরিবর্তে আপনি, স্টিলের বোতল, স্টিলের গ্লাস, কাঁসা-পিতলের গ্লাস কিংবা কাঁচের বোতল ব্যবহার করতে পারেন।