দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আপনার কি অকালে চুল পেকে যাচ্ছে? নিজের পাকা চুল ঢাকতে অনেক কেমিক্যাল ব্যবহার করেও উলটো ফল পাচ্ছেন? আর দুশ্চিন্তার কোনো কারন নেই। এবার ঘরোয়া পদ্ধতিতেই আপনার অকালে পেকে যাওয়া চুলকে কালো করুন। কোনো রকম কেমিক্যালের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নিজেকে করে তুলুন আরও আকর্ষণীয়। জেনে নিন কিভাবে:
আমলকি
উপকরণ: শুকনো আমলকি- ৩-৪ টি ও নারকেল তেল- ১ কাপ।
পদ্ধতি: একটি পাত্রে নারকেল তেল ও আমলকি গুলি নিয়ে ১০ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিন।এরপর তেল ঠাণ্ডা হলে একটি বোতলে ঢেলে রেখে দিন।সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই তেলটি ২ চামচ করে নিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন।১৫ মিনিট মালিশ করার পর সারারাত ওই ভাবে রেখে দিন। পরের দিন সকালে ভালো করে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।
আমলকি নষ্ট হয়ে যাওয়া চুল গোড়া থেকে সরিয়ে তার স্বাভাবিক কালো রং ও ঝলমলে ভাব ফুটিয়ে তোলে। এতে রয়েছে ভিটামিন C যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি এজিং-এর কাজ করে। তেল বানানো ছাড়া, আপনি শুকনো আমলকি সারারাত জলে ভিজিয়ে সেই জল দিয়ে চুল ধুতে পারেন। এছাড়া শুকনো আমলকির গুঁড়ো, লেবুর রস ও আমন্ড তেল দিয়ে প্যাক বানিয়ে তা চুলের স্ক্যাল্পে লাগিয়ে শেম্পু করলে বিশেষ উপকার পাবেন।
কারি পাতা
উপকরণ: কারি পাতা, নারকেল তেল- ৩ চামচ
পদ্ধতি: নারকেল তেলের মধ্যে কারি পাতাগুলি ফেলে ভালো করে ফুটিয়ে নিন।তেলটি ঠাণ্ডা করে সেটি ভালো করে ছেঁকে একটি পাত্রে বা শিশিতে ঢেলে রাখুন।এরপর ২ চামচ তেল হাতে নিয়ে ১৫ মিনিট ধরে স্ক্যাল্পে ও চুলে মালিশ করুন।সারারাত এভাবে রেখে দিন ও পরের দিন সকালে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভালো করে ধুয়ে নিন।
সপ্তাহে ২ থেকে ৩ দিন এটি ব্যবহার করুন।
কারি পাতা চুলের মেলানিনকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন B যা চুল বাড়াতে সাহায্য করে ও পিগমেন্টেশন ঠিক রাখতে সাহায্য করে।
নারকেল তেল ও লেবুর রস
উপকরণ: লেবুর রস- ২ চামচ, নারকেল তেল- ২ চামচ
পদ্ধতি: একটি পাত্রে নারকেল তেল নিয়ে তাতে লেবুর রসটি ঢেলে হালকা গরম করে নিন।এরপর, স্ক্যাল্পে এটি ভালো করে মালিশ করুন ও ৩০ মিনিট পর্যন্ত রেখে দিন।
তারপরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ দিন ব্যবহার করলে এর ভালো ফল পাওয়া যাবে।
লেবুতে রয়েছে ভিটামিন B ও C, মিনারেল ও ফসফরাস বা চুলের পিগমেন্ট ও ফলিকলের জন্যে খুব প্রয়োজন।
পেঁয়াজের রস
উপকরণ: পেঁয়াজ- ১টি মাঝারি আকারের ও অলিভ অয়েল- ১ চামচ আর পাতলা কাপড় বা ন্যাপকিন
পদ্ধতি: পেঁয়াজটি ভালো করে টুকরো টুকরো করে কেটে ১ চামচ অলিভ অয়েলের সাথে মাখিয়ে রেখে দিন।এরপর পাতলা কাপড়ের মধ্যে মিশ্রণটি রেখে ভালো করে চিপে রসটি বের করে নিন। এটি চুলে লাগিয়ে আধ ঘন্টা রসটি ওই ভাবেই রেখে দিন। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন।সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন।
চুল পড়ার সমস্যা ও পাকা চুল কালো করার ঘরোয়া পদ্ধতি হিসেবে পেঁয়াজের বিশেষ অবদান আছে। শুধু একটিই সমস্যা হলো এর ঝাঁঝালো গন্ধ সহজে দূর হয়না। তাই ভালো করে শ্যাম্পু করা প্রয়োজন।
তিলের তেল
উপকরণ: তিল তেল- ২ চামচ, নারকেল তেল- ২ চামচ
পদ্ধতি: নারকেল তেল ও তিল তেল একসাথে মিশিয়ে হালকা গরম করে নিন।এরপর এটি ভালো করে স্ক্যাল্পে ও চুলে ১৫ মিনিট ধরে মালিশ করুন। সারারাত এভাবে রাখার পর পরের দিন একটি তোয়ালে হালকা গরম জলে ভিজিয়ে চুল ঢেকে রাখুন। তারপর আধ ঘন্টা পর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেল ও তিল তেল উভয়তেই রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি এসিড ও মেলানিন তৈরী করার ক্ষমতা। এর ফলে পাকা চুল নিমেষে কালো হয়ে আসে।
মেথি
উপকরণ: মেথি- ২ চামচ, জল- ১/৪ কাপ
পদ্ধতি: একটি পাত্রে জলের মধ্যে সারারাত মেথি ভিজিয়ে রাখুন।পরের দিন সেটি ভালো করে বেটে একটি পেস্ট তৈরী করুন।এরপর এটি ভালো করে স্ক্যাল্পে মাখিয়ে ৪৫ মিনিট ধরে রেখে দিন।তারপরে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ বার এটি ব্যবহার করতে পারেন।
মেথিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন C, আয়রন, পটাসিয়াম ও লাইসিন। এগুলি শুধুমাত্র পাকা চুল কালো করতেই সাহায্য করে তাই নয়, তার সাথে স্ক্যাল্পের শুষ্কতাও সারিয়ে তোলে।
লিকার চা
উপকরণ: চা পাতা- ২ চামচ, জল- ১ কাপ
পদ্ধতি: এক কাপ জলে চা পাতা ফুটিয়ে তার নির্যাসটি বের করে নিন। ঠান্ডা হলে সেটি ছেঁকে নিয়ে চুলে ও স্ক্যাল্পে ভালো করে লাগান। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই পদ্ধতি অবলম্বন করুন।
লিকার চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা পাকা চুল হওয়া রোধ করে ও চুলে একটি সুন্দর ও ঘন রং ফুটিয়ে তোলে।
জবা ফুল
উপকরণ: জবা ফুল ও জবা গাছের পাতা কুঁচি করে কাটা- ৩ চামচ,আমলকি গুঁড়ো- ৩ চামচ ও জল
পদ্ধতি: সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরী করুন।এরপর এই মিশ্রণটি ভালো করে স্ক্যাল্প ও চুলে মেখে নিন।৪৫ মিনিট এটি চুলে লাগিয়ে রাখুন।এরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।
জবা ফুল ও জবা গাছের পাতা চুলের ফলিকলে পুষ্টি জুগিয়ে তাকে গোড়া থেকে মজবুত করে তোলে। এর ফলে পাকা চুলের সমস্যা অনায়াসে মিটে যায়।