দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লিপস্টিক পড়তে ভালোবাসে না এমন মেয়ের দেখা পাওয়া কিন্তু খুব কঠিন। লিপস্টিক পড়া অনেক মেয়েদের কাছেই এক ধরনের নেশার মতো। নানান রঙের লিপস্টিকে ঠোঁট রাঙাতে পছন্দ করেন সবাই। তবে বাজার-দোকানে কিনতে পাওয়া যায় এমন লিপস্টিক ব্যবহার করলে অনেক সময় আপনার ঠোঁটের রঙ কালো হয়ে যায়, ঠোঁটের আদ্রতা কমে যায়, এমনকি ইনফেকশনও দেখা দিতে পারে। তবে আর এসব নিয়ে চিন্তার কারণ নেই। এখন নিজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন লিপস্টিক। জেনে নিন কিভাবে:
উপকরণ:
১ চা চামচ বিশুদ্ধ মোমের গুঁড়ো
১ চা চামচ কোকো বাটার বা শিয়া বাটার
১ চা চামচ নারকেল তেল
পছন্দমত রঙ
পদ্ধতি:
প্রথমে একটি ঢাকনা ছাড়া কাঁচের বয়ামে নারকেল তেল, শিয়া বাটার এবং মোম মিশেয়ে নিন।
এবার এই কাঁচের বয়ামটি একটি গরম জলের পাত্রের উপর রাখুন।
সব ক’টি উপাদান ভাল করে মিশে গেলে বয়ামটি জল থেকে তুলে ফেলুন। এরপর আপনার পছন্দমত রং মিশিয়ে নিতে পারেন।
সব উপাদান মিশে গেলে ড্রপার দিয়ে খালি লিপস্টিকের টিউবে ভরে ফেলুন। আপনি চাইলে আপনার পছন্দমত কোটোয়ও রেখে দিতে পারেন।
এবার এটি ফ্রিজে রেখে দিন। তাহলে লিপস্টিক ভালো জমে যাবে, গলবে না।
পছন্দমত রঙ ও গন্ধের জন্য
লাল রং এর জন্য:
১/৮ চা চামচ বিটের গুঁড়ো অথবা ১ ফোঁটা লাল ফুড কালার।
ব্রাউন রঙের জন্য:
১/৪ চা চামচ কোকো পাউডার, এক চিমটি দারচিনি গুঁড়ো অথবা হলুদ গুঁড়ো।
ম্যাট রঙের জন্য:
১/৪ চা চামচ বেনটোনাইট ক্লে
সুগন্ধের জন্য:
এক ফোঁটা এসেন্সিয়াল অয়েল।
ব্যাস আপনার লিপস্টিক তৈরী। পছন্দের রঙ অনুযায়ী নিজেই তৈরী করুন এই লিপস্টিক। এতে কোনো কেমিক্যাল না থাকায় আপনার ঠোঁটের কোনো ক্ষতি হবে না। নিজেই তৈরী করুন পছন্দের লিপস্টিক আর এই লিপস্টিকের রঙে হয়ে উঠুন আরও আকর্ষণীয়।