জিহ্বার ঘাঁয়ের সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

0
4

The Calcutta Mirror Desk  , Pallab : মুখে বা জিহ্বার ঘাঁ হলে কয়েকটি হোমিও ঔষধ – লক্ষণ অনুসারে……

আর্সেনিকঃ জিহ্বা শুষ্ক, লাল। মুখে দুর্গন্ধ, পঁচা দুর্গন্ধ। গরম পানীয়তে উপশম।

বোরাক্সঃ শিশুদের মুখের ঘা। স্পর্শকাতর। ঘা থেকে রক্ত বের হয়। জিহ্বা শুষ্ক, গরম। দুধপানের সময়/ চিবানোর সময় ঘায়ে খুব ব্যথা হয়।

মার্ক সলঃ মুখ থেকে লালা পড়ে। জিহ্বা লাল, মুখে দুর্গন্ধ। জিহ্বা স্থূল, থলথলে, দাঁতের ছাপযুক্ত। রোগী খুব ঘামে ও পিপাসা বেশি থাকে।

সালফারঃ যখন অন্য ওষুধ কাজ করে না তখন সালফারের কথা চিন্তা করবেন। মিষ্টি পছন্দ, খাওয়ার চেয়ে পিপাসা বেশি। নোংরা স্বভাবের, সকাল ১১ টায় ক্ষুধা হয়।

এছাড়াও আরো অনেক হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে যেগুলি হোমিও চিকিৎসকগণ রোগীর লক্ষণ পর্যালোচানা পূর্বক প্রয়োগ করেন। (চিকিৎসকের পরামর্শ নিতে যোগাযোগ করুন — 9932705987)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here