ডায়াবেটিস- নিঃশব্দ ঘাতকের এক নাম। রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত হয়ে গেলেই শরীরে বাসা বাঁধে এই ভয়ঙ্কর অসুখ যার পোশাকি নাম মধুমেহ বা ডামাবেটিস (Diabetes)। এই রোগে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা মাঝেমধ্যে ওঠানামা করে। কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তা নাহলে বিভিন্নরকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন,
কিডনির সমস্যা (Kidney) স্নায়ুর ক্ষতি ( Nerve)
হৃদরোগ (Cardiac problem) চোখের সমস্যা প্রভৃতি। অনেক সময় খাওয়া-দাওয়ার সু অভ্যাস ও শরীরচর্চা ঠিকঠাক ভাবে করা হলেও হঠাৎ করে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
আসলে ডায়াবেটিসের কারণ গুলো হয়তো আমাদের কাছে অজানা, তাই তা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়ে ওঠে না। তাই জেনে নিন কি কি কারণে এই পরিস্থিতি তৈরী হওয়ার সম্ভাবনা আসতে পারে :
১) শরীরে যখন জলের ঘাটতি হয়, তখন রক্তে শর্করার মাত্রা অনেক ঘন হয়ে যায়, এটিকে চিকিৎসা শাস্ত্রে হাইপার গ্লাইসেমিয়া (Hypoglycemia) বলে। এর ফল স্বরূপ বার বার টয়লেট যাবার প্রয়োজন হয়।
২) আমরা জানি সাধারণ মানুষের দিনে ছয় থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়, কিন্তু যে সমস্ত মানুষের ঘুম কম হয় তাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। এর ফল স্বরূপ রক্তে শর্করার (Diabetes) মাত্রা বেড়ে যায়।
৩) মধুমেহ (Diabetes) রোগে ভুক্তভোগী রোগীরা সেই রোগ সংক্রান্ত ওষুধের পাশাপাশি যদি আরও কোন ওষুধ ব্যবহার করেন তাহলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবার সম্ভাবনা থাকে যেমন স্টেরয়েড (Steroid), গর্ভ নিরোধক ওষুধ (I-pill)