এতদিন ঘরোয়া পরিধেয় হিসেবেই পরিচিতি ছিল কাফতানের। কালের নিয়মে বদলে গিয়েছে তার রূপ। বেড়েছে কদর।একসময়ে লোকে কাফতান বলতে শুধু কাফতান নাইটিই বুঝত। এখন তার রূপ একটু পাল্টে গিয়ে এসেছে কাফতান গাউন। তা ছাড়াও কাফতান টপ, কুর্তি, ড্রেস- কী নেই সেই তালিকায়! সবচেয়ে বড় কথা, বর্ষার ভ্যাপসা গরম হোক বা গনগনে গরমকাল, কাফতানের জুরি মেলা ভার। বোহেমিয়ান আর ট্রাইবাল প্রিন্ট, কখনও বা ইন্ডিগোর প্রিয় শেড, এমন নানা নকশায় কাফতান এখন আর শুধু ঘরের পোশাক হয়ে আটকে নেই।
কাফতানের রকমফেরের খবর রইল আপনাদের জন্য।
১) আপনার প্রিয় কাফতানের গলা ইংরাজি অক্ষর ভি, ইউ কিংবা গোলাকার যেমন পছন্দ তেমনই করতে পারেন। এছাড়াও কাফতানের ঠিক বুকের কাছে লাগাতে পারেন ছোট্ট লকেট। তাহলে দেখবেন একেবারে রূপ বদলে গিয়েছে প্রিয় পোশাকের।
২) কাফতান যেহেতু লম্বা ঝুলের, বিশেষত হাতার দিকেও ঝুল থাকে, তাই কাফতান ড্রেসের সঙ্গে বেল্ট মাস্ট৷ কনট্রাস্ট রঙের বেল্ট পরতে পারেন৷ আবার লেদারের বেল্টও খুব ইন্টারেস্টিং লাগবে৷ আবার সান্ধ্য কোনও পার্টিতে গেলে ফ্লোর লেংথ কোনও কাফতান ড্রেস পরতে পারেন৷
৩) কাফতানের কাপড়ের ধরন বিভিন্ন রকমের হলেও প্রধানত জর্জেট, লিলেন কাপড়ের কাফতানই এখন বেশি প্রচলিত। এ ছাড়াও সূতি, সিল্কসহ একটু ভারী কাপড়ের কাফতানের চলও অগ্রাহ্য করার মতো নয়। রঙের ক্ষেত্রে বেশ উজ্জ্বল এবং রঙিন প্রিন্টের কাফতান দেখতেই বেশি ভালো লাগে।