হিন্দুধর্ম বিশ্বের বহু প্রাচীন ধর্ম গুলির মধ্যে অন্যতম। সনাতনধর্ম নামে পরিচিত এই ধর্মটি সত্যের উপর প্রতিষ্ঠিত। সকল কিছুর মূলে স্বয়ং ঈশ্বর। হিন্দু ধর্মমতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরে। এ রীতি বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। বর্তমানে মহিলারা আর তেমন সিঁদুর পরেনা। আধুনিক মহিলারা বিবাহের প্রতীক চিহ্ন রুপে সিঁদুরকে বয়ে বেড়াতে নারাজ। তাই বর্তমান যুগে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর খুজতে আতোস কাঁচের প্রয়োজন হয়।
কথাটা রসিকতার ছলে বললেও এটাও ঠিক যে বর্তমানে তৈরি সিঁদুরে প্রচুর কেমিক্যাল থাকে যা ত্বকের ক্ষতি করে। যাই হোক বাজারে অনেক ভালো সিঁদুর এখনো পাওয়া যায়। এখন ওটা মহিলাদের ব্যক্তিগত ইচ্ছার ওপর নিরভর করছে। বলিউডে বিখ্যাত অভিনেত্রী রেখা অবিবাহিত হয়েও সিঁদুর পরেন। এটাও হতে পারে যে তিনি আজও কাউকে স্বামী হিসাবে মানেন এবং তাঁর মঙ্গল কামনার জন্য সিঁদুর পরেন। তবে কারণ হিসাবে তিনি জানিয়েছেন যে সিঁদুর ওনার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে তাই তিনি সিঁদুর পরেন। কথাটা ১০০ ভাগ সত্যি যে সিঁদুর পরলে এক জন মহিলাকে আরো বেশি সুন্দর লাগে।সিঁদুর পরার দুটি বাখ্যা দেওয়া য়েতে পারে এক ধর্মীয় দুই বৈজ্ঞানিক।


সিঁদুর পড়ার ধমীয় বাখ্যাঃ
প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর দীর্ঘজীবন কামনার জন্য সিঁথিতে সিঁদুর পরে। সিঁদুরকে মেয়েদের ১৬ সিঙ্গারের মধ্যে একটা মানা হয়। হিন্দু ধর্মে বলা হয় লাল রং শক্তির প্রতীক। হিন্দু ধর্মে মনে করা হয়, স্ত্রী তাঁর সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনও বিপদ থেকে বাঁচাতে সক্ষম হবে। প্রাচীনকাল থেকে বলা হয়, লাল রং সৃষ্টির প্রতীক। লাল রংকে প্রকৃতির সৃষ্টিকর্তা মানা হয়। তাই ভারতীয় নারীরা একান্ত প্রসাধন হিসেবে সিঁদুরকে প্রাচীনকাল থেকে ধারণ করে আসছে। নারীর কপালে সিঁদুর সন্তানধারণের ক্ষমতাকে বহন করে।
হিন্দু শাস্ত্রে বলা হয়, শরীরের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকেন। স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন। ব্রহ্মাকে সম্মান জানাতে ও সনতুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্র মতে উচিত।
বৈজ্ঞানিক মতে সিঁদুর পরার বাখ্যাঃ
সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক কারনও রয়েছে। বৈজ্ঞানিক মতে, মহিলারা যেখানে সিঁদুর পরেন, মাথার সেই জায়গায় গুরুত্বপূর্ণ নার্ভ থাকে। ব্রম্ভ্রতালু পর্য়ন্ত টেনে সিঁদুর পরলে তা ম্যসাজ হয় ও ভালো ঘুম হয়। মেডিটেশনেও সাহায্য করে সিঁদুর।
বিয়ের পর মহিলাদের জীবনে নানা চাপ আসে। সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই মহিলাদের মানসিক চাপ কমাতে সিঁদুর ব্যবহারের গুরুত্ব আছে।