দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:এবছর শীতে খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শিকলবন্ধী হয়ে থাকলেও রুপচর্চাকে ভুললে চলবে না। শীতে মজাদার খাবারের বাহার যেমন আছে তেমই আছে কিছু সমস্যা। তারমধ্যে একটা হচ্ছে ড্যানড্রফ অর্থাৎ খুসকীর সমস্যা। শীত আসতে না আসতেই মাথা থেকে স্নোফলের মতো খুসকী ঝড়তে থাকে। অনেকের বারো মাসের সমস্যাও হতে থাকে একটা। তবে আর নয়। জেনে নিন ঘরোয়া কিছু সমাধান মন্ত্র।
১. খুসকী নিবারণে অ্যাপেল সাইডার ভিনিগার বেশ কার্যকর। অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে অল্প জল মিশিয়ে পরিষ্কার চুলের গোড়ায় দিয়ে ভালো করে মাসাজ করুন। আধঘন্টা রেখে ধুয়ে ফেলুন।


২. টক দই খাওয়ার পাশাপাশি মাথায়ও ব্যবহার করুন। পরিষ্কার চুলে টক দই লাগিয়ে একঘন্টা রেখে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
আরও পড়ুন: সিঁদুর পরার ধর্মীয় ও বৈজ্ঞানিক তত্ব- প্রিয়াঙ্কা মণ্ডল
৩. এছাড়া অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। সমস্ত তেলের মধ্যে অলিভ অয়েল সবথেকে হাল্কা তেল। তাই চুলের খুসকী নিবারণে এই তেল বেশ কার্যকর।
৪. বানানা মাস্ক ব্যবহার করতে পারেন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী কয়েকটি পাকা কলা চটকে মাথায় মাস্ক হিসাবে লাগিয়ে নিন। চল্লিশ মিনিট পর শ্যাম্পু করে নিন।


৫. নারকেল তেলের সঙ্গে পাতির লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করলেও খুসকী দূর হয়।

