দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জানেন কি যে পান পাতা মুখ শুদ্ধি আর হজমের কাজে লাগে, সেই পানপাতাই আবার রূপচর্চায়ও রয়েছে বিশেষ ভূমিকা। তাছাড়া চুলের সমস্যার সমাধানেও রয়েছে এর অনেক কার্যকারিতা।
পান পাতায় রয়েছে নানারকম উপকারি পদার্থ যা খুব সহজেই ত্বকের ভিতরে পৌঁছে যায়। তাই কোনো প্রকার প্রসাধনী ব্যবহার না করে, চুল ও ত্বকের যত্নে ভরসা রাখুন পান পাতার উপরে। জেনে নিন এর গুনাগুন গুলি:


ব্রণের কমাতে উপকারী:
ব্রণের প্রকোপ কমাতে পান পাতার জুড়ি নেই। এক বাটি জলে চারটি পান পাতা নিয়ে সেটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার ওই পান পাতা ভেজানো জলে মুখ পরিস্কার করলে মুখের ব্রণ, দাগ সমস্তই কমে যাবে এবং সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে। তাই খুব কম সময়ের মধ্যে উজ্জ্বল ত্বক পেতে চাইলে অবশ্যই ব্যবহার করুন পান পাতার জল।
আরো পড়ুন:
এছাড়া ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন পান পাতা। চারটি পান পাতা বেটে তাতে আধ চামচ হলুদ দিয়ে ফেস প্যাক তৈরি করে নিন। এই ফেস প্যাক নিয়মিত মুখে লাগিয়ে পরে পান পাতার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ব্রণ ফুসকুরির হাত থেকে মুক্তি পাওয়া যাবে। আর সাথে পাওয়া যাবে সুন্দর ত্বক।
চুল পড়া কমায়:
চুল পড়ার হার কমাতেও পান পাতা খুবই গুরুত্বপূর্ণ। তিন চারটি পান পাতা বেটে তাতে দুই চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সেই পেস্টটি মাথায় মেখে অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। এক্ষেত্রে মনে রাখবেন যে পেস্টটি চুলে যত ভালো বসবে ততই ভালো উপকার পাবেন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন থেকে চার বার ব্যবহার করলেই ফল পাবেন।
শুষ্ক ত্বকের সমস্যা দূর করে
শুষ্ক ত্বকের সমস্যা সমাধানেও পান পাতা কাজ করে। এটি ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে। পাঁচটি পান পাতা বেটে তার সঙ্গে মধু মিশিয়ে সেই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঈষদুষ্ণ গরম পানিতে মুখটা ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করলেই আপনি তফাৎ লক্ষ্য করবেন।
ত্বকের তৈলাক্ত ভাব কমায়
ত্বকের তৈলাক্ত ভাব কমাতেও সাহায্য করে পান পাতা। এক লিটার জলে দশটি পান পাতা ভিজিয়ে রাখুন। এবার সেই জলটা দশ মিনিট ফুটিয়ে নিন। তারপর জলটা ঠাণ্ডা হলে সেই জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। প্রতিদিন রাতের শোয়ার আগে এই পদ্ধতি ব্যবহার করলেই ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।