দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিশের বছর কেড়ে নিল আরও এক জীবন। প্রয়াত হলেন বিশ্ব বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার তথা ফ্যাশন ব্র্যান্ডিংয়ের জনক হিসাবে পরিচিত পিয়ের কার্ডিন। জানা গেছে আজ পশ্চিম প্যারিসের নিউইলির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। শিল্পীর মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, “আজ আমাদের পরিবারের সকলের জন্য বড় দুঃখের দিন। পিয়ের কার্ডিন আর নেই।”
আরো পড়ুন:বড়দিনে এক ভক্তকে বড়ো উপহার দিলেন সোনু সুদ
ফরাসী ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্ডিন তাঁর দূরদর্শী সৃষ্টির জন্যই শুধু ফ্যাশনে দুনিয়াতেই নয়, কলম, আসবাব, সুগন্ধি প্রভৃতি নানান ক্ষেত্রে নিজের স্বকীয় শিল্প স্বত্তার স্বাক্ষর রেখে গিয়েছেন। যার বেশীরভাগই ছিল পরীক্ষামূলক পদ্ধতি।
উল্লেখ্য ফ্যাশন দুনিয়ায় তিনি প্রথম যিনি বিভিন্ন পণ্য, যেমন কলম, ঘড়ি, আসবাব এবং আরও অনেক কিছুর জন্য নিজের নাম লাইসেন্স করেছিলেন। তিনি ১৯৪৭ সালে জিন কোক্টোর চলচ্চিত্র ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এর জন্য পোশাক ডিজাইন করেছিলেন।