The Calcutta Mirror Desk :
কালীপুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর বলছে শনিবারের পাশাপাশি রবিবারও মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে। একইসঙ্গে উত্তরবঙ্গের তিন পার্বত্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল সংলগ্ন এলাকাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে সেইভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। তবে কালীপুজোর দিন সোমবারও কোনও কোনও অংশে মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে ওই দিন সিংহভাগ অংশেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশেরই দেখা মিলবে।
সোমবার থেকে বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সকালের দিকে অনেক জায়গাতেই কুয়াশার দেখা মিলতে পারে। তবে ইতিমধ্যেই আবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।