মুড়ি মুরকির মতন আসবে টাকা , কালী পুজো থেকেই ভাগ্য খুলছে এই রাশির জাতকদের

0
18

The Calcutta mirror desk: কালীপূজা মানেই দীপাবলি। বিভিন্ন বারওয়ারি পুজো এবং মণ্ডপ গুলিতে মানুষের ভিড় লক্ষণীয়। এই কালী পুজোতে ধন বর্ষা নিয়ে আসছেন দেবী কালী। কোন কোন রাশির জন্য এই কালীপুজো নিয়ে আসছে সৌভাগ্যের বার্তা দেখে নিন। ২০ শে অক্টোবর দেশজুড়ে পালিত হচ্ছে কালীপুজো।

এই দিনটিকেই আবার দীপাবলি হিসেবে গণ্য করা হয়। এই কালীপুজো বা দীপাবলিতে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের। তারা হবেন কোটিপতি। এরমধ্যে প্রথমেই রয়েছে মকর রাশি তাদের সুখ শান্তির দরজা খুলে যাবে। সৌভাগ্যের জানলা দিয়ে প্রচুর অর্থ লাভ হবে। কর্মের ক্ষেত্রে পদোন্নতি হতে পারে এছাড়া ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের সুলুক সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে থাকা টাকা হঠাৎ করেই হাতে চলে আসবে। আর্থিক দিক থেকে ব্যাপক লাভবান হবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মা লক্ষ্মী এবং কালী একসাথে অর্থের বর্ষা আনবেন। আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এছাড়া ব্যবসায়ীদের জন্য খুবই ভালো সময়।

মীন রাশির জাতক-জাতিকারা বিপুল অর্থের অধিকারী হতে পারেন এই সময় আত্মবিশ্বাস বাড়বে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। জীবনে নতুন প্রেমের সঞ্চার হতে পারে। দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর হবে মনে রাখবেন এই সংক্রান্ত তথ্য গুলি পুরোটাই জ্যোতিষ নির্ভর এগুলি বিশ্বাস কড়াতে কোনোভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here