এ বছর পুজো দূরে দূরে। নিউ নরম্যাল এ পুজোর প্রকৃতি পাল্টে গিয়েছে কিন্তু বদলায়নি ‘প্রকৃতি’ বদলায় নি অনুভব। আর সেই অনুভব, সেই আবেগের ‘সপ্তমী’র ছবি ধরা পড়েছে আমাদের ব্যুরো ফটোগ্রাফার কুন্তল চক্রবর্তী’র ক্যামেরায়। সেই টুকরো কিছু ছবি দিয়েই আমাদের এই নিবেদন-